Sushil Majumdar: বর্তমান চলচ্চিত্রের যুগ প্রতিনিয়ত নতুন দিশা পেলেও নতুন প্রজন্মের নির্মাতা ও প্রযোজকরা ইতিহাসের অবদান সশ্রদ্ধায় স্বীকার করেন। তৎকালীন চলচ্চিত্রের এমনই অনস্বীকার্য এক কিংবদন্তীর নাম সুশীল মজুমদার। ইন্দ্রনীল সরকারের পরিচালনায়, সঞ্জয় মিশ্রর প্রযোজনায় “দ্য ডোয়েন’স জার্নি থ্রু টাইম” ছবিটিতে সুশীল মজুমদারের কাজের পাশাপাশি তাঁর চোখ দিয়ে ভারতবর্ষের রাজনৈতিক ও সামাজিক উত্থান-পতন দেখানো হয়েছে।
Source link