এই সময়, এগরা: খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণস্থল থেকে পাঁচ দিন পরে মিলল গোপন কুঠুরির খোঁজ। নিহত ভানু বাগের ছেলে ও ভাইপোকে জেরা করে ওই কুঠুরি থেকেই শনিবার দুপুরে প্রচুর বাজি তৈরির সরঞ্জাম ও বাজি তৈরির মশলা উদ্ধার করে সিআইডি। দায়িত্ব নেওয়ার পরে এদিন খাদিকুলে সিআইডির সঙ্গে ঘটনাস্থলে যান এগরার নতুন আইসি স্বপন গোস্বামী।

শুক্রবার রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে বিস্ফোরণে জখম রবীন্দ্রনাথ মাইতির মৃত্যুর পরে শনিবার সকালে মারা যান পিঙ্কি মাইতি। ফলে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। বিস্ফোরণের পরে ঘটনাস্থল থেকে ৯ জনের দেহ উদ্ধার করেছিল পুলিশ।

Egra Bomb Blast : বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত ভানুর ছেলে পৃথ্বীজিৎ, ১০ দিনের CID হেফাজত
৮ জনের দেহ ময়নাতদন্তের পর দাহ করা হয়। একজনের নাম এখনও জানা যায়নি। শুক্রবার আত্মীয়দের উপস্থিতিতে কটকে ভানুর দেহ দাহ করা হয়। বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে ওডিশার এক আত্মীয়ের বাড়ি থেকে ভানুর ছেলে ও ভাইপোকে গ্রেফতার করে সিআইডি।

এ বার ভানু বাগের স্ত্রী গীতা বাগের খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। খাদিকুল গ্রামের বাসিন্দাদের অনেকে জানিয়েছিলেন, ছেলে ও ভাইপো বাইকে বসিয়ে গুরুতর আহত অবস্থায় ভানু এবং তাঁর স্ত্রীকে ওডিশার দিকে নিয়ে যেতে দেখেছেন তাঁরা। চিকিৎসাধীন অবস্থায় জখম ভানু বাগের খোঁজ সিআইডি পেলেও তাঁর স্ত্রীর কোনও হদিশ পাওয়া যায়নি।

Egra Blast : মদ, ভয়েই কি জতুগৃহে কর্মীর ভিড়
বিশেষ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে সিআইডি ও এগরা থানার পুলিশের একটি দল কামারদা থানা এলাকায় ভানুর স্ত্রী গীতা বাগের খোঁজ করার পাশাপাশি ভানুর জামাই নিশিকান্ত পালকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। ভানুর জামাইয়ের বাড়ি এগরার পাঁচরোল এলাকায়।

জিজ্ঞাসাবাদের পরে নিশিকান্তকে ছেড়ে দেওয়া হলেও পুলিশকে না জানিয়ে এলাকা ছাড়তে নিষেধ করা হয়েছে তাঁকে। তদন্তকারীদের অনুমান, ভানুর ব্যবসাতে জামাইয়েরও শেয়ার থাকতে পারে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ভানুকে কটকের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছিলেন নিশিকান্তই।

ইতিমধ্যে ভানুর ছেলে পৃথ্বীজিৎ বাগ ও ভাইপো ইন্দ্রজিৎ বাগকে ওডিশা থেকে গ্রেফতারের পরে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। তাঁদের জেরা করে শনিবার বিকেলে দুর্ঘটনাস্থল পরীক্ষা করার পাশাপাশি বাজি কারখানার আন্ডার গ্রাউন্ড ঘর থেকে বাজি তৈরির সরঞ্জাম ও বাজি তৈরির মশলা উদ্ধার করে সিআইডি।

Egra Bomb Blast: এগরার বাজি ব্যারন ভানুর মৃত্যু, বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের বিচার কি থমকাবে?
নিহত পিঙ্কি মাইতির ভাই রঞ্জিত মাইতি বলেন, “দিদি মারা যাওয়ায় ওর পরিবার অসহায় হয়ে পড়েছে। বাজি কারখানার কাজের টাকায় সংসার চলত। জামাইবাবু কোনও কাজ করতে পারে না। কী হবে জানি না।” নিহত রবীন্দ্রনাথ মাইতির মা বলেন, “ভানু ওর বাড়ি তৈরি করে দেবে বলায় ও বাজি কারখানায় কাজ করতে যেত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version