ড্রেন উপচে রাস্তাসহ ঘরে ঢুকছে নোংরা জল ও পোকা। পানীয় জলের কলও নোংরা জলের ঘেরাটোপে। নোংরা জলের জন্য একাধিক রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ। এই দুরাস্থার জন্য পাড়ায় আসা আত্মীয়স্বজনদের কাছেও লজ্জায় পড়তে হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের। গত নির্বাচনে এলাকা থেকে বিজেপি বেশি ভোট পাওয়ায় কি ভুগতে হচ্ছে মানুষকে? কানাঘুষো বর্ধমানের বৈকুণ্ঠপুর গ্রামে।

Purba Bardhaman News : রেলগেট পড়ে তীব্র যানজট, ট্রাফিক নিয়ন্ত্রণে আসরে নামলেন স্বয়ং BJP সাংসদ
এই চিত্র বর্ধমান শহরের উপকন্ঠে অবস্থিত বৈকুন্ঠপুর ২ গ্রাম পঞ্চায়েতের গোপালনগর খাসপাড়ার। গত বিধানসভা নির্বাচনে এই এলাকা থেকে বেশি ভোট পেয়েছে বিজেপি বলে দাবি এলাকাবাসীর। এর জন্যই পঞ্চায়েতের উন্নয়ন থেকে বঞ্চিত এলাকা স্থানীয়দের অভিযোগ ঠিক এমনটাই।
দীর্ঘ ৩ বছর ধরে সমস্যার কথা পঞ্চায়েতকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি গ্রামের বাসিন্দাদের। প্রতিবাদে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ এলাকাবাসীদের। পঞ্চায়েত প্রধান লিপি মালিকের সাফাই, “সমস্যার কথা জানি। সমাধানের জন্য বর্ধমান উন্নয়ন পর্ষদ( বিডিএ)-কে জানানোও হয়েছে। মূলত ফান্ড ও কিছু টেকনিক্যাল সমস্যার জন্যই কাজে দেরি হচ্ছে।”

TMC Leader Arrest : বর্ধমান স্টেশন চত্বরে দোকান-গাড়ি ভাঙচুর, গ্রেফতার তৃণমূল নেতা
স্থানীয় বাসিন্দা রুনু সিং, রাখি ক্ষেত্র পাল ও মুুুনমুন বনিক-দের অভিযোগ, গোপালনগরের খাসপাড়ায় প্রায় ৩৫ থেকে ৪০ টি পরিবার বসবাস করে। গত ৩ বছর ধরে এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পরায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ড্রেন উপচে ড্রেনের নোংরা জল রাস্তা ও ঘরে ঢুকছে।
পাশাপাশি, ঘরে ঢুকছে নানা রকমের নোংরা পোকামাকড়। রাস্তা নোংরা জলে পরিপূর্ণ হওয়ায় একাধিক রাস্তা ব্যবহার করতে পারেন না এলাকাবাসীরা। অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের ফল বেড়োতেই এলাকাবাসীরা বিজেপি করে এই সন্দেহ থেকেই এই সমস্যা তৈরি হয়। এমনকি গত ৩ বছর ধরে বারংবার পঞ্চায়েতকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে সোমবার তারা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখায়।

WB Madhyamik Result 2023 : ধনুকভাঙা পণ, হার না মানা লড়াই! পায়ে লিখেই মাধ্যমিক পাশ জগন্নাথের
এদিকে এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপি বর্ধমান যুবমোর্চার সাধারণ সম্পাদক সুধীররঞ্জন কুমার সাউ এর জানান, পঞ্চায়েতকে নির্বাচত করারও পরও সাধারণ মানুষ তাদের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। শুধুমাত্র ওই এলাকায় বিজেপি বেশি ভোট পেয়েছে বলে এলাকার মানুষ বঞ্চিত হচ্ছেন। সাধারণ মানুষের কথা ভেবে পঞ্চায়েতকে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি যদি তা না হয় তাহলে মানুষের স্বার্থে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে।

Madhyamik Examination 2023: মাধ্যমিকে প্রথম দেবদত্তা, বাড়িতে খুশির জোয়ার

তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির মুখপাত্র প্রসেনজিৎ দাস পালটা বলেন, “বিজেপির অভিযোগ করার কাজ অভিযোগ করছে। ফান্ডের একটা সমস্যা আছে তবে নিশ্চিতভাবেই পঞ্চায়েত দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের ব্যবস্থা করবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version