মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও পূর্ব মেদিনীপুরের জয়জয়াকার। গোটা রাজ্যে পাশের হারের নিরিখে উচ্চমাধ্যমিকেও প্রথম স্থান দখল করল পূর্ব মেদিনীপুর। বুধবার বেলা ১২টা নাগাদ ফল প্রকাশ করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে, পাশের নিরিখে বাকি সব জেলাকে টেক্কা দিয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৫.৭৫ শতাংশ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৮৭ জনের মেধা তালিকা প্রকাশ করেছে। পূর্ব মেদিনীপুর থেকে চারজন এই জেলাতে জায়গা করে নিয়েছে। তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ ও দশম স্থান দখল করে নিয়েছে পূর্ব মেদিনীপুরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। উচ্চমাধ্যমিকে পাশের হারের নিরিখে এই নিয়ে একটানা ষষ্ঠবার প্রথম স্থান দখল করল এই জেলা। মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও প্রথম স্থান দখলে থাকায় জেলাজুড়ে খুশির হাওয়া।

WB Madhyamik Result Declared : সাফল্য অব্যাহত, সব জেলাকে পিছনে ফেলে মাধ্যমিকে পাশের হারে ফের প্রথম পূর্ব মেদিনীপুর
৮৭ জনের যে মেধা তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে তমলুকের চন্দ্রবিন্দু মাইতি। পঞ্চম স্থানে রয়েছে ভগবানপুরের দীপ্তার্ঘ দাস। ষষ্ঠ স্থানে ময়নার সমায়ন জানা ও দশম স্থানে রয়েছে শেখ সইফুদ্দিন আহমেদ।

উচ্চমাধ্যমিকের জেলার পরীক্ষার্থীদের সাফল্য নিয়ে মুখ খুলেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তর বারিক। তিনি বলেন, ‘আমরা গর্বিত। কারণ পর পর কয়েক বছর ধরে আমাদের জেলা যেমন পাশের হারের নিরিখে প্রথম স্থান দখল করছে, তেমনই গ্রামীণ এলাকার ছেলেমেয়েরা মেধা তালিকায় স্থান করে নিচ্ছে। রাজ্যের অন্যান্য জেলার থেকে পূর্ব মেদিনীপুর জেলার পড়ুয়ারা যে অনেকটা এগিয়ে, তা আরও একবার প্রমাণিত হল। আমাদের জেলা ফলাফলের দিকে ধারাবাহিকতা বজায় রেখেছে।’

Uccha Madhyamik Result 2023: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক, কলকাতার থিম সং যেন ‘পড়াশোনায় জলাঞ্জলি দিয়ে…’
জেলার পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যারা পাশ করেছে, তাদের সকলকে আমার শুভেচ্ছা। মেধা তালিকায় বেশ কয়েকজন স্থান করে নেওয়ায় জেলার মানুষ হয়ে ভীষণ খুশি। তবে রাজ্য কর্মসংস্থানের কোনও সুযোগ নেই। উচ্চশিক্ষার জন্য মেধাবী পড়ুয়াদের তাই ভিন রাজ্য গিয়ে পড়াশোনা চালাতে হয়।’

Uccha Madhyamik Result 2023 WB : উচ্চমাধ্যমিকে দ্বিতীয় বাঁকুড়ার মেয়ে, সুখবর পেয়ে সুষমার গলায় ‘হে নূতন…’
জেলার শিক্ষাবিদ হরিপদ মাইতি এই নিয়ে বলেন, ‘গত কয়েকবছর ধরে এই জেলার ছাত্রছাত্রীরা মাধ্যমিক – উচ্চমাধ্যমিকে রেকর্ড সংখ্যায় পাশ করছে এবং মেধাতালিকায় স্থান করে নিচ্ছে। এই ফল থেকে প্রমাণিত যে জেলার পড়ুয়ারা পড়াশোনার মান ধরে রেখেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন। সেই জেলায় এই ফলাফল নিঃসন্দেহে গর্বের বিষয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version