উচ্চমাধ্যমিকে জেলার ঝোড়ো ব্যাটিং। সাফল্যের নিরিখে কলকাতাকে পেছনে ফেলে মেধা তালিকায় স্থান করে নিয়েছে জেলার ছেলে-মেয়েরা। সেই তালিকায় সবার উপরে হুগলির নাম। মাধ্যমিকে পূর্ব বর্ধমানের পর এবার উচ্চ মাধ্যমিকে কলকাতার প্রতিবেশী হুগলি।

WB Uccha Madhyamik Result 2023 : ভাই-বোন একসঙ্গে মেধা তালিকায়, আনন্দে আত্মহারা আরামবাগের কুণ্ডু পরিবার
উচ্চ মাধ্যমিকে হুগলি জেলায় জয়জয়কার। ফল প্রকাশের পর দেখা যায় রাজ্যে মেধা তালিকায় ৮৭ জনের নাম রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ১৮ জন হুগলি জেলা থেকে। মেধা তালিকায় চতুর্থ স্থানে রয়েছে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নরেন্দ্রনাথের বাড়ি উত্তরপাড়া ভদ্রকালী এলাকায়। তার প্রাপ্ত নম্বর ৪৯৩।
পঞ্চম স্থানে রয়েছে কাপশিট হাই স্কুলের ছাত্র কৌস্তভ কুন্ডু। বাড়ি আরামবাগের গৌরহাটিতে। তার প্রাপ্ত নম্বর ৪৯২। ষষ্ঠ স্থান অধিকার করেছে হিন্দমোটর হাই স্কুলের ছাত্রী রূপসা উপাধ্যায়। বাড়ি উত্তরপাড়ায় ভদ্রকালী এলাকায়। তার প্রাপ্ত নম্বর ৪৯১।

WB Uccha Madhyamik Result 2023 : টিউশন শিক্ষকরা বেতন নিতেন না, কৃষক পরিবারের ছেলে আব্দুল উচ্চমাধ্যমিকে দশম
রূপসা জানায়, মা টিভিতে দেখার পর যখন জানতে পারি আমি ষষ্ঠ স্থান অধিকার করেছি তখন খুবই আনন্দিত হয়েছি। আর এর পর থেকেই বিভিন্ন আত্মীয়-স্বজনরা ফোন করতে থাকে। সারাদিনে 8 থেকে 9 ঘণ্টা পড়াশোনা করতাম। তবে বাবার অবদান অনস্বীকার্য। বাবা-মা দুজনেই স্কুল শিক্ষিকা। পড়াশোনা ছাড়াও গান করতে বেড়াতে ও আঁকতে ভালো লাগে। আগামী দিনে ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চাই।

WB Uccha Madhyamik Result 2023 : মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও অব্যাহত বিজয়রথ! পাশের হারে প্রথম সেই পূর্ব মেদিনীপুর
রাজ্যের মধ্যে সপ্তম হয়েছে হুগলি জেলার তিনজন। তাঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯০। কাপশিট হাই স্কুলের ছাত্রী কৌশিকী কুণ্ডু। বাড়ি আরামবাগের গৌরহাটি এলাকায় এবং চুঁচুড়া দেশবন্ধু হাই স্কুলের ছাত্র সৌজাত্য মুখোপাধ্যায়। বাড়ি ব্যান্ডেল গ্রিন পার্কে।
পাশাপাশি সপ্তম হয়েছে জনাই ট্রেনিং হাই স্কুলের ছাত্রী শরন্যা ঘোষ। বাড়ি চণ্ডীতলা জনাইতে। মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করে নিয়েছে হুগলি জেলার পাঁচ জন। এদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৮৯। চন্দননগরের কৃষ্ণ ভাবিণী নারী শিক্ষা মন্দির এর দ্বাদশ শ্রেণীর ছাত্রী শ্রেষ্ঠা উচ্চমাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে।

WB HS 12th Class Result 2023 Merit List : প্রথম দশে ৮৭, মেধাতালিকায় কোন স্কুলের কত জন? একনজরে টপ টেন
কোকন কালিকা শিক্ষা সদনের ছাত্রী আত্রেয়ী সাহানা। তার বাড়ি গোঘাটের ফুলুই গ্রামে। পান্ডুয়া শশীভূষণ সাহা হাই স্কুলের ছাত্র সন্দীপ ভট্টাচার্য। তার প্রাপ্ত নম্বর ৪৮৯। তার বাড়ি পাণ্ডুয়ার কুলটি এলাকায়। চন্দননগর কৃষ্ণ ভাবিনি নারী শিক্ষা মন্দিরের ছাত্রী অদ্যিতিয়া সিনহা। শ্রেষ্ঠা ও অদ্বিতীয়া দুজনেই চন্দননগর কৃষ্ণভাবনী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী। দুজনেই খুব ভালো বন্ধু।
রাজবলহাট হাই স্কুলের ছাত্রী ঈশিকা শীল। তার বাড়ি রাজবলহাটে। নবম স্থানে রয়েছে হুগলি জেলার চার জন। এদের সকলের প্রাপ্ত নম্বর ৪৮৮। পাশাপাশি দশম স্থানে জায়গা করে নিয়েছে হুগলি জেলার দুই জন। এদের দুই জনেরই প্রাপ্ত নম্বর ৪৮৭। রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রী কোয়েল কুন্ডু। তার বাড়ি খানাকুলে। শশী ভূষণ সাহা হাই স্কুলের ছাত্র মৃগাঙ্ক সাঁতরা। তার বাড়ি পান্ডুয়ায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version