নদিয়া জেলার থেকে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে নদিয়ার চাকদহের বসন্তকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সৌমিলি মণ্ডল। তার প্রাপ্ত নম্বর( ৪৯১)। সৌমিলির এই সাফল্যে খুশির জোয়ারে মেতে ওঠে তার পরিবার। এলাকায় খবর ছড়াতেই সৌমিলির সঙ্গে দেখা করতে আসে প্রতিবেশীরা।
আগামী দিনের চলার পথে তাকে উৎসাহ দেন প্রত্যেকেই। সৌমিলি জানিয়েছেন, বরাবরই নাচ গান খেলা খুবই পছন্দ করে সে। নিজেও সংগীত জগতের সঙ্গে জুক্ত। পড়াশুনোর পাশাপাশি গানের চর্চা করে থাকে সে। তবে এবারের পরীক্ষায় প্রত্যেকটি বিষয়ে ভালো ফলের আশা করেছিল সৌমিলি। আজ তা বাস্তবায়িত হয়েছে। আগামী দিনে অধ্যাপিকা কিংবা শিক্ষিকা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সৌমিলি।
সৌমিলি জানান, রাষ্ট্রবিজ্ঞানে সে ভালো ফল আশা করেছিল। ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানে সম্পূর্ণ নম্বর পেয়েছে সে। এছাড়া ভাষা বিভাগে ইংলিশে ৯৯ নম্বর পেয়েছে সৌমিলি। তবে অর্থনীতি বিষয়ে আরেকটু ভালো নম্বর আশা করেছিল। মাত্র একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছিল পরীক্ষায়। তারপর পরীক্ষায় ৯৬ নম্বর আসায় কিছুটা আক্ষেপ রয়েছে সৌমিলির।
বুধবার সকালে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করে উচ্চমাধ্যমিক সংসদ। এরপর থেকে অনলাইনে ফল দেখে নেন পরীক্ষার্থীরা। এবারে পরীক্ষায় ষষ্ঠ স্থানে যাঁরা রয়েছেন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯১। মোট ৯৮.২ শতাংশ নম্বর পেয়েছেন তাঁরা। গোটা রাজ্য থেকে মোট ১২ জন এবার ষষ্ঠ স্থানে রয়েছেন।
এ বছরের ফল অনুযায়ী প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বিদ্যালয়ের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। উচ্চমাধ্যমিক ২০২৩ ফলাফল অনুযায়ী প্রথম দশে রয়েছেন মোট ৮৭ জন পড়ুয়া। গতবছর যে সংখ্যা ছিল ২৭২। মেধাতালিকায় এ বার প্রথম দশে ১৮ জন রয়েছেন হুগলি থেকে।
এবার মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিকে দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন। এ বছর সাড়ে আট লাখের বেশি পরীক্ষার্থী ছিল। এবারে পড়ুয়াদের মার্কশিট কিউ আর কোড দেওয়া হয়েছে। পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি। আগামী বছরের পরীক্ষা সূচি আজকেই জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক সংসদ।