নদিয়ার হাঁসখালি থেকে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। নিহত বিজেপি নেতার নাম নকুল হালদার। তিনি গাজনা গ্রাম পঞ্চায়েতের ২২৮ নম্বর বুথের বিজেপির বুথ সহ সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। বিজেপি নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।

WB Uccha Madhyamik Result 2023 Nadia : রাষ্ট্রবিজ্ঞানে ১০০ তে ১০০, ভবিষ্যতে অধ্যাপিকা হতে চান উচ্চমাধ্যমিকে ষষ্ঠ সৌমিলি
নদিয়ার কৃষ্ণগঞ্জের ২২৮ নম্বর বুথের বিজেপির বুথ সহ সভাপতি নকুল হালদারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আজ তাঁর বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ স্থানীয় বিধায়ক এবং দলীয় নেতৃত্ব।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ঝড়ের পরে বাগানে আম কুড়াতে যান বিজেপির বুথ সহ সভাপতি নকুল হালদার। সেদিন সন্ধ্যায় তাঁর ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, নকুল বাবুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর আজ বিজেপির বুথ সহ সভাপতির বাড়িতে গেলেন বিজেপির প্রতিনিধি দল।

Nadia firecracker seize news : দোকানে মিলেছে ১৭ কেজি বাজি, নদিয়ায় গ্রেফতার প্রাথমিক স্কুলের শিক্ষক
একই সঙ্গে সিবিআই তদন্ত চাইছেন বলে দাবি। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপির বুথ সহ-সভাপতিকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। অন্যদিকে ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হন বিজেপি নেতা। এরপর গতকাল সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, দেহ নামানোর সময় দেখা যায় তাঁর একটি পা ভাঙা ছিল। এখানেই সন্দেহ হয় বাড়ির লোকেদের। পা কেন ভাঙা হবে তাই নিয়ে সন্দেহ হয় পরিবারের লোকজনদের।

Nadia News : মৎস্যজীবীর জালে পেল্লাই সাইজের কাতলা মাছ! দাম কত উঠল জানেন?
মৃতের পরিবারের দাবি, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ ছিল, বিজেপি কর্মী হওয়ায় দীর্ঘদিন ধরেই ক্রমাগত শাসক দলের লোকদের হুমকির মুখে পড়তে হচ্ছিল তাঁকে। স্থানীয় বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী জানান, ওঁর ডানদিকের পা ভাঙা। গলার দাগ রয়েছে। এটা খুন করে ঝুলিয়ে দেওয়ার ঘটনা।

Nadia News: ‘একটা ত্রিপলই দেয় না তো ঘর! ভােট দিয়ে কী করবো’?

যদিও ঘটনায় জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের উপরেই অভিযোগের আঙুল তুলছে বিজেপি নেতৃত্ব। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা জানান, বাজার গরম করার জন্যেই এরকম অভিযোগ রটানো হচ্ছে। এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। ঘটনায় প্রকৃত তদন্ত হওয়া প্রয়োজন বলে দাবি করেছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version