Santanu Sen : রাজ্যের বিভিন্ন দুর্নীতির মামলায় ED CBI-এর তৎপরতা যত বাড়ছে, ততই ক্ষোভ বাড়ছে রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রীদের। নানান সময়ে ED CBI-এর বিরুদ্ধে মুখ খুলতে দেখা যাচ্ছে তাঁদের। আর এবার এজেন্সিগুলিকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস কথা বলে বসলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন। “ED, CBI, BJP-র শাখা সংগঠনে পরিনত হয়েছে”, বিস্ফোরক অভিযোগ করলেন শান্তনু সেন। বৃহস্পতিবার বাঁকুড়ায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।

Subhas Sarkar : ‘বাঁকুড়াকে পাপি বলার ফল পেতে হল…’, অভিষেককে CBI তলব প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী
ডঃ শান্তনু সেন নিজের বক্তব্যের সমর্থনে বলতে গিয়ে বলেন, “নারায়ণ রানের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল, ED তদন্ত করছিল। কিন্তু তিনি BJP-তে যোগ দিলেন ও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরই সেই তদন্ত বন্ধ হয়ে গেল। এমনকি হিমন্ত বিশ্বশর্মার ক্ষেত্রেও তাই। BJP-তে যোগ দিয়ে অসমের মুখ্যমন্ত্রী হওয়ার পর সব তদন্ত বন্ধ হয়ে গিয়েছে।

Abhishek Banerjee CBI : ‘দিল্লির পোষা কুকুর নয়, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে থাকব!’ হুঁশিয়ারি অভিষেকের
CBI-র এফআইআর-এ শুভেন্দু অধিকারীর নাম থাকা সত্বেও তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না”। এই অবস্থায় ED CBI-এর স্বচ্ছতা আর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলে তিনি জানান। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ন্যাশানাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গ।

Abhishek Banerjee : আজ ফের নবজোয়ার যাত্রা শুরু, চোখ শীর্ষ আদালতে
BJP শাসিত রাজ্য গুলি পশ্চিমবঙ্গের চেয়ে অনেক পিছিয়ে আছে। তাই BJP নেতাদের মুখে পশ্চিমবঙ্গ নিয়ে কোনও কথা মানায় না”। কুড়মি আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে শান্তনু সেন বলেন, “২০১৭ সালে রাজ্য বিধানসভায় কুড়মিদের দাবির বিষয়টি পাশ করে কেন্দ্রের কাছে পাঠানো আছে। এখন ওই বিষয়টি কেন্দ্রের বিবেচনাধীন”।

Abhishek Banerjee News : ‘জ্বর হয়েছে-হাত কেটেছে তাও যাত্রা থামাইনি…’, সোমে ফের নবজোয়ার যাত্রায় ফেরার ঘোষণা অভিষেকের
যাত্রাপথে কুড়মিদের সঙ্গে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাও বলেছেন বলে জানান তিনি। এছাড়াও ডঃ শান্তনু সেন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী সুষমা খাঁ’র সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার তিনি সুষমাদের বাঁকুড়ার বাড়িতে যান। সেখানে পৌঁছে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পাশাপাশি সুষমার হাতে ফুল ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।

প্রসঙ্গত, বুধবার ফল প্রকাশের পর দেখা যায় চলতি বছরে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সুষমা খাঁ। তার প্রাপ্ত নম্বর ৪৯৫। বরাবর মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত সুষমা। তাঁর প্রিয় বিষয় ভূগোল ও অঙ্ক। আগামী দিনে ভূগোল নিয়ে স্নাতক স্তরে ভর্তি হতে চায় সে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version