বাবার মুখাগ্নি করেই পরীক্ষায় বসেছিল মেয়ে। বুক ফাটা কান্না চেপে রেখে পরীক্ষা দিয়েছিল উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের ভাগ্যশ্রী। পরীক্ষার ফলাফল জানার পর বাবার মুখটাই মনে পড়ছে তাঁর। ভালো ফল করেছে সে। ওইরকম মানসিক অবস্থায় ভাগ্যশ্রীর ফলাফল প্রশংসা কুড়িয়েছে সকলেরই।

Jamai Sasthi News : গ্রামে বিদ্যুৎ না থাকায় ষষ্ঠীতে জামাইদের গলদঘর্ম অবস্থা, হাতপাখাতেই ভরসা শাশুড়িদের
ভাগ্যশ্রীর ভাগ্য সঙ্গ দেয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষায়। তারপরেও যে নম্বর পেয়েছে তা হয়তো এই পরিস্থিতিতে অনেকেই মানসিক ভাবে পারবে না। বাবার মুখাগ্নি করে মেয়ে উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় বসেছিল। গতকাল উচ্চমাধ্যমিকের রেজাল্ট পাওয়ার পর জানতে পারে ভাগ্যশ্রী ইতিহাসে ৬৪ পেয়েছে। যেদিন বাবার মৃত্যু ঘটে সেদিন ১৭ তারিখ ছিল। ওইদিন কোনও পরীক্ষা ছিল না। পরেরদিন অর্থাৎ যেদিন ইতিহাস পরীক্ষা ছিল, সেইদিনই বাবার মৃতদেহ মছলন্দপুরের বাড়িতে নিয়ে আসা হয় রাজস্থান থেকে। ভাগ্যশ্রীরা দুই বোন। ছোট বোন মাধ্যমিক দিয়েছিল সেইসময়।

Barrackpore Shootout : ‘আমি বাকরুদ্ধ…’, ব্যারাকপুরের ঘটনায় উদ্বেগ জানিয়েও পুলিশের তৎপরতার প্রশংসা রাজের
বড় মেয়ে ভাগ্যশ্রী বাবার মুখাগ্নি করে ইতিহাস পরীক্ষা দিতে যায়। বাবা অনিমেষ মণ্ডল পেশায় চিকিৎসক। রাজস্থানেই তিনি থাকতেন। একসময় গোটা পরিবার রাজস্থানে থাকত। মেয়েদের পড়াশোনার জন্য মা দুই মেয়েকে নিয়ে মছলন্দপুরে চলে আসে।
সেই থেকে মা ও দুই মেয়ে মছলন্দপুরের বাড়িতেই। উচ্চমাধ্যমিকে ইংরেজি পরীক্ষার দিন খবর আসে বাবা অনিমেষ মণ্ডল রাজস্থানে বাইক দুর্ঘটনা হয়। বাইক চালিয়ে রোগী দেখতে যাওয়ার সময় রাস্তায় গরু পরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরে যায়।

Uccha Madhyamik Topper 2023 : উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশুর কাছে উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী, কী রয়েছে ডালিতে ?
এই খবর যেদিন রাতে পায় তার পরের দিন ভাগ্যশ্রী এই খবর শুনে ইংরেজি পরীক্ষা দিতে যায়। সেই ইংরেজিতে ৬৬ পেয়েছে ভাগ্যশ্রী। লড়াই চালিয়ে গিয়েছে এতকিছু পরেও। ভাগ্য সঙ্গ দেয়নি ভাগ্যশ্রী, তারপরে উচ্চমাধ্যমিকে যে নম্বর পেয়েছে তা প্রশংসনীয়। তার মোট নম্বর ৩৫১।
পরিবারে একমাত্র রোজগার করতে বাবা। সামনে দিনে কিভাবে পড়াশোনা চালিয়ে যাবে। কীভাবে সংসার চালাবে তা বুঝতে পারছে না ভাগ্যশ্রী সহ তার মা বীনা মণ্ডল। ভাগ্যশ্রী রেলে চাকরি করার ইচ্ছা রয়েছে। তার জন্য পড়াশোনা কীভাবে করবে সেই চিন্তায় ঘুম উড়েছে। উচ্চমাধ্যমিকে রেজাল্ট বেরনোর পর অনেকেই এসেছে শুভেচ্ছা জানাতে।

LIVE: প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল, দেখুন সরাসরি

তবে তাদের কিভাবে আগামী দিন চলবে তার কোনও সুরাহা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বীনা মণ্ডল সহ তার বড় মেয়ে ভাগ্যশ্রী আবেদন যদি মুখ্যমন্ত্রী তাদের জন্য কিছু করেন। তাহলে আগামী দিনে তিনজন এর সংসার চালিয়ে পড়াশোনা চালাতে পারবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version