Dakshin Dinajpur : স্থানীয় ক্লাবের দখল কে নেবে? কারণ বেশ কিছু দিন ধরেই ক্লাবের কোনও কমিটি নেই। আর এই ক্লাবের দখল নেওয়াকে কেন্দ্র করে এলাকায় একাধিক বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এলাকায় এমন ভাবেই তোলাবাজি সহ এলাকার লোকেদের উপর অত্যাচার চালিয়ে আসছে স্থানীয় তৃণমূল নেতা ভোলা সিংয়ের অনুগামীরা বলে অভিযোগ৷ মঙ্গলবার ভোরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় সংলগ্ন এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।

TMC Clash : গোষ্ঠীকোন্দলের জেরে মুর্শিদাবাদে তৃণমূল নেতা খুন! আতঙ্ক এলাকায়
পরে পুলিশ মান্না ঘোষ নামে একজনকে গ্রেফতার করে। যদিও এই ঘটনায় আরও একজন পলাতক বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বালুরঘাট শহর সংলগ্ন রঘুনাথপুর এলাকার একটি স্থানীয় ক্লাবের দখল নেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছে এলাকায়। মাঝে মধ্যেই এই নিয়ে বচসা হয়৷ এর আগেও গণ্ডগোল হয়েছিল।

TMC Candidate : পঞ্চায়েত সদস্যের স্বামীকে তৃণমূল কর্মীর ছুরি
এরপর গতকাল রাতে ফের ঝামেলা হয়। অভিযোগ, গতকাল রাতে ক্লাবে টিভি দেখার সময় মিঠুন সিং ও মধুসূদন মহন্তকে মারধর করে অভিযুক্তরা। তাঁরা বর্তমানে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। এরপর আজ ভোরে রঘুনাথপুর এলাকায় নতুন করে তাণ্ডব চালায় অভিযুক্তরা। ভাঙচুর করা হয় টোটো, গাড়ি ও একাধিক বাড়িতে।

Dakshin 24 Parganas : মাঝরাতে নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ৩ যুবক
এছাড়াও একটি চায়ের দোকান ও ক্লিনিক ভাঙচুর করা হয়েছে৷ এলাকার দুই মদ্যপ দুষ্কৃতী যারা তৃণমূল নেতা ভোলা সিংয়ের নেতৃত্বে এই কাণ্ড করেছে বলেই অভিযোগ। খবর পেয়েই এদিন সকাল আটটার দিকে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে ঘটনায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

Dakshin Dinajpur : বালুরঘাটে তল্লাশি অভিযান পুলিশের, উদ্ধার ৩০ হাজার টাকার নিষিদ্ধ বাজি!
বাড়িঘর ভাঙচুরের এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা ভোলা সিংয়ের নাম উঠে এসেছে। যদিও ভোলা সিং তৃণমূলের কেউ নয় বলে সাফ জানিয়েছেন ব্লক তৃণমূল নেতৃত্ব। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে বালুরঘাট থানার তরফে জানানো হয়েছে। কল্যাণী বিশ্বাস নামের স্থানীয় এক বাসিন্দা জানান, “এই ঘটনার পর আমরা রীতিমতো আতঙ্কে রয়েছি।

পুলিশ এসেছে ঠিকই। কিন্তু পুলিশ তো আর সারাক্ষন থাকবে না। ওদের দলে আরও অনেক ছেলে রয়েছে। তাঁরা পরে এসে আবার যে কোনও সময় হামলা চালাতে পারে”। বালুরঘাট ব্লক যুব তৃণমূল সভাপতি কৌশিক চৌধুরী অবশ্য জানান, “কে বা কারা এটা বলছে জানিনা, তবে ভোলা সিং নামের কেউ আমাদের দলে নেই।

আমাদের দলীয় পদে নেই। আমরা তাঁকে চিনি না। স্থানীয় তৃণমূল সমর্থক হলে আলাদা কথা। কিন্তু আইন সবার জন্য এক। যদি দোষ করে থাকে, তাহলে পুলিশকে জানাবো ব্যবস্থা নিতে। কেউ যেন ছাড়া না পায়”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version