জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেপারেটেড জয়েন্ট ফ্যামিলি, এভাবেই আমির (Aamir Khan), রীনা (Reena Dutta) ও তাঁর সম্পর্ককে একসময় বিশ্লেষণ করেছিলেন কিরণ রাও (Kiran Rao)। এবার সেই পরিবারে নয়া সদস্য গৌরী স্প্রাট (Gouri Spratt)। গত দেড় বছর ধরেই গৌরী এই পরিবারের সঙ্গে যুক্ত, সম্প্রতি নিজের ৬০ তম জন্মদিনে সে কথা জানালেন আমির খান। আমির এদিন বলেন যে তিনি ও গৌরী একসঙ্গে থাকছেন গত দেড় বছর, কিন্তু কোনওভাবেই জানতে পারেননি পাপারাজ্জিরা। মজা করেই আমির বলেন যে, ‘আমার বাড়ির উপর ওদের নজর কম’। গৌরীর কথা প্রকাশ্যে আসার পরেই ভাইরাল একটি ভিডিয়ো, যেখানে একই ফ্রেমে দেখা যাচ্ছে আমির খান, কিরণ রাও ও গৌরী স্প্র্যাটকে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ইরফানের খানের বিবাহবার্ষিকীর একটি ভিডিয়ো, যেখানে কেক কাটছেন ইরফান ও তাঁর স্ত্রী। উপস্থিত রয়েছেন আমির খান, কিরণ রাও, গৌরী স্প্রাট থেকে শুরু করে সচিন তেন্ডুলকর ও তাঁর স্ত্রীও। ভিডিয়োটি পুরনো তাই সেই সময় গৌরীকে কেউই চিনতে পারেননি। শুক্রবার তাঁর সঙ্গে আমির পরিচয় করানোর পরেই ফের ভাইরাল হয়েছে ভিডিয়োটি। 

আরও পড়ুন- Parambrata Chattopadhyay: আনন্দ এবার মৃত্যুঞ্জয়! পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি চালিয়েও নিরুত্তাপ পরমব্রত…

গৌরীর মা তামিল ও বাবা আইরিশ। তাঁর দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী। আমির জানান যে তিনি ও গৌরী একে অপরকে চেনেন প্রায় ২৫ বছরেরও বেশি সময়। শুক্রবার প্রিবার্থডে অনুষ্ঠানে কেক কাটার পরেই নতুন বান্ধবীর সঙ্গে পরিচয় করালেন আমির। গৌরী বেঙ্গালুরুতে আমিরের প্রযোজনা সংস্থাতেই কাজ করেন। এছাড়াও মুম্বইয়ে তাঁর একটি স্যালোঁ রয়েছে।  আমির জানান, গত দেড় বছর তিনি আর গৌরী একই সঙ্গে থাকেন। গৌরীর একটি ছয় বছরের পুত্রও আছে। 

অভিনেতা জানান যে কয়েক মাস আগেই গৌরীর সঙ্গে পরিবারের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। পরিবারের সকলেই নাকি অভিনেতার এই সিদ্ধান্তে খুশি। ইরফানের অ্যানিভার্সারির ভিডিয়োতে সেই হাসিখুশি পরিবারের ছবিই ধরা পড়ল। ৬০ তম জন্মদিনেই আমির জানিয়েদিলেন যে তিনি কমিটেড ও নতুন সম্পর্কে বেশ খুশি। 

মজার ছলেই আমির বলেন যে গৌরী তাঁর সব ছবি দেখেননি। মাত্র ২টি আমিরের ছবি দেখেছেন তাঁর নয়া বান্ধবী, এর মধ্যে অন্যতম লগান। আমিরের দাবি, এখনও বলিউডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি তিনি। পাশাপাশি গৌরীর দাবি, আমিরের সঙ্গে যে সুপারস্টার তকমা জোড়া হয়, তা একেবারেই আমিরের সঙ্গে মানায় না। গত বুধবার বাড়িতে তাঁর দুই কাছের বন্ধু সলমান ও শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির। একসঙ্গে তিন বন্ধু ডিনার করেন আমিরের বাড়িতে। সেখানেই গৌরীর সঙ্গে তাঁর সবচেয়ে পুরনো দুই বন্ধুর পরিচয় করিয়ে দেন আমির। বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে আমির বলেন, ‘৬০ বছর বয়সে আমার বিয়ে করা শোভা পায় না। আমরা দেড় বছর একসঙ্গে আছি। পুরোপুরি কমিটেড।’

আরও পড়ুন- Aamir Khan Girl Friend: ৬০ বছরে তৃতীয় বিয়ের পরিকল্পনা! লজ্জায় লাল আমির বললেন…

প্রসঙ্গত, ১৯৮৬ সালে প্রযোজক রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তাঁদের দীর্ঘ ১৬ বছরের সংসারে এক পুত্র জুনেইদ ও এক কন্যা আয়রা। ২০০২ সালে তাঁরা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। কিরণের সঙ্গেও ১৬ বছর ঘর করেন অভিনেতা। তাঁদের এক সন্তান আজাদ। ২০২১ সালে তাঁরা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সম্প্রতি মেয়ে আয়রার বিয়ে দেন আমির। ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। গত দেড় বছর ধরে তাঁরা লিভ ইন রিলেশনে রয়েছেন। গৌরীর একটি ৬ বছরের পুত্রসন্তান রয়েছে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version