West Bengal News : ভিন রাজ্য থেকে পেটের তাগিদে লরি চালাতে এসে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, বুধবার রাতে পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড়ের কাছে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর যখম হন এক লরি চালক। পাণ্ডবেশ্বর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্র মারফত জানা যায়, আসামের তিনসুকিয়া থেকে রানীগঞ্জের মঙ্গলপুরের দিকে যাচ্ছিল ওই লরিটি। রাত ১ টা ৩০ মিনিট নাগাদ পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড়ের রেল ফটকের কাছে লরিটির সামনেই বিদ্যুতের তার চলে আসায় দাঁড়িয়ে যায় লরিটি। উল্লেখ্য, পাণ্ডবেশ্বরে ৬০ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে।

Birbhum Accident : মল্লারপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, প্রতিবাদে অবরোধ-পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গ্রামবাসীদের
আর সে কারণে রাস্তার যেখানে সেখানে গর্ত হয়ে রয়েছে। এছাড়াও সংকুচিত হয়েছে রাস্তাও। মৃত চালকের নাম দিনেশ। দিনেশ কুমারের বয়স বছর ৩৩। লরির সহচালক বীরেন্দর জানান, “লরিতে দুজন চালক ছিলাম, দিনেশ ও আমি। আমি ঘুমিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে, পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড়ের রেল ফটকের কাছে লরিটি দাঁড়িয়ে পড়ে। কারণ লরিটির সামনেই ছিল বিদ্যুতের তার।”

এটাই প্রাথমিক ভাবে অনুমান করা করছেন বীরেন্দর। তিনি আরও বলেন, “সেই সময় দিনেশ লরি থেকে বেরিয়ে লরির ছাদে চেপে দেখতে গেলেই বিদ্যুৎপৃষ্ট হন।” ঘটনায় বিকট শব্দ হয় বলে জানান বীরেন্দর। শব্দ শুনে বীরেন্দর গাড়ি থেকে নেমে দেখেন প্রায় ১০ ফুট দূরে পড়ে রয়েছেন দিনেশ।

Nadia News : দশহরা উপলক্ষ্যে নবদ্বীপে ঘুরতে এসে মর্মান্তিক পরিণতি কিশোরের, শোকের ছায়া এলাকায়
ঠিক সেই মুহূর্তে ওই রেল লাইনের উপর মালগাড়ি চলে আসায় তড়িঘড়ি লরি স্টার্ট করে রেললাইন থেকে দূরে সরিয়ে নেন তিনি। ঠিক তারপরে এই ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের সহযোগিতায় দিনেশকে তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়

বীরেন্দর আরও জানান, “রাস্তাতেই দিনেশের মৃত্যু হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা দিনেশের মৃত্যুর কথা ঘোষণা করেন।” পুলিশ সূত্রে জানা যায়, দিনেশ উত্তর প্রদেশের সামবল জেলার আসমলি থানার গজনী গ্রামের বাসিন্দা। সূত্র মারফত জানা যায়, এই মর্মান্তিক ঘটনার কথা দিনেশের পরিবারকে জানানো হয়েছে।

Shaktigarh Accident : তারাপীঠ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে হুগলির দম্পতি, স্ত্রীকে পিষে দিল ট্রাক
স্থানীয়দের মতে, এই এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ সেই অনেকদিন আগে থেকেই চলছে। কবে সেই কাজ শেষ হবে তার কোনও ঠিক নেই। এই কারণে মাঝেমধ্যেই লেগে রয়েছে দুর্ঘটনা। বিদ্যুতের তার সেই কারণেই পড়ে ছিল বলে অনুমান স্থানীয়দের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version