West Bengal News : নিজের বাড়ি থেকে হঠাৎই উধাও হয়ে গিয়েছে নবম শ্রেণীর এক ছাত্রী। আর এই ঘটনার জেরে চরম দুশ্চিন্তায় পড়েছে তাঁর পরিবার। নিখোঁজ নাবালিকা খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। এদিকে, ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নেমেছে পুলিশও।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার থেকে নিখোঁজ হয়ে গিয়েছে ওই নাবালিকা। এবার মেয়েকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছে ওই পরিবার। এবার ভরসা একমাত্র পুলিশ। উল্লেখ্য, পাঁচদিন কেটে গেলেও খোঁজ মেলেনি ওই পরিবারের মেয়ের।

Howrah News : কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শ্লীলতাহানির চেষ্টা! হাওড়ায় মহিলাকে জোর করে ফ্ল্যাট থেকে উচ্ছেদের অভিযোগ
কবে ফিরে পাবেন তাঁদের মেয়েকে এই নিয়ে চিন্তায় দিন গুনছেন নিখোঁজ নাবালিকা অর্পিতা অধিকারীর পরিবার। মহিষাদলের গোপালপুর গ্রামের গোপাল অধিকারীর মেয়ে অর্পিতা অধিকারী নিখোঁজ বিগত ৫ দিন ধরে। পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগও করা হয়েছে।

অর্পিতা অধিকারী গোপালপুর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। পরিবারের দাবি মহিষাদলের প্রবাল দাস নামে এক যুবক তাদের মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়েছে। তাঁদের মেয়েকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হতে পারে, এই চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

Dakshin Dinajpur : হাসপাতাল থেকে হঠাৎ ফোন! ৫ বছর আগে নিখোঁজ ছেলেকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা মা-বাবা
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দ্রুত যাতে নাবালিকাকে উদ্ধার করা যায় তার চেষ্টা করা হচ্ছে। অর্পিতা অধিকারীর বাবা গোপাল অধিকারী জানান, “এই মহিষাদল এলাকারই একটি ছেলে আছে, যার নাম প্রবাল দাস। ওই ছেলেটিই আমার মেয়েকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছে। ছেলেটি বেশ অনেকদিন ধরে আমার মেয়ের কাছে ঘেঁসতে চাইত। কিন্তু আমরা বাধা দিয়েছি। অর্পিতা আমাদের কথাও শুনেছে। আমাদের মেয়ে ওই ছেলেটিকে পাত্তা দিত না। এই নিয়ে আমি বেশ কয়েকবার ছেলেটিকে সাবধান করেছি। কিন্তু কয়েকদিন আগে যে হঠাৎ করে এরকম কাণ্ড ঘটে যাবে, তা ভাবতে পারিনি। মনে হচ্ছে ওই ছেলেটিই আমার মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে, নাহলে জোর করে ধরে নিয়ে গিয়েছে।”

Marriage : বিয়ের মণ্ডপে বরকে ছেড়ে পালাল বউ, শ্বশুরবাড়িতেই ঠায় ১৩ দিন বসে পাত্র, তারপর…
তিনি আশঙ্কা করছেন, প্রেমের অজুহাতে তাঁর মেয়েকে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হতে পারে। এদিকে,মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী এই বিষয়ে জানান, “বিষয়টি আমার নজরে এসেছে। পুলিশকে জানিয়েছি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে। দ্রুত যাতে মেয়েটি বাড়ি ফিরে আসতে পারে তার চেষ্টা চালানো হচ্ছে। আমিও আমার দিক থেকে যথাসম্ভব চেষ্টা চালাচ্ছি।”

তাঁর মতে, একটি নাবালিকা মেয়ে কখনও একা একা এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারে না। এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version