Coromandel Express Accident 2023 : ওডিশার বালেশ্বরের কাছে রেল দুর্ঘটনায় আহত হয়েছেন বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের হামিরহাটি পঞ্চায়েতের পাটজোড় গ্রামের বাসিন্দা বিদ্যুৎ পাল ও সুজন বাউরি। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের সাধারণ মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্র জানতে পারা যায়, তাঁরা কাজের উদ্দেশ্যে ট্রেনে করে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছিলেন। সেই সময় ওডিশার বালেশ্বরের কাছে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা কবলে পড়েন তাঁরা। এই মুহূর্তে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। স্থানীয় প্রশাসন সর্বদা পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে বলে জানা গিয়েছে।

Coromandel Express Derailment : কাজের জন্য চেন্নাই পাড়ি, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ গেল মালদার যুবকের
বিদ্যুৎ পালের বাবার একটি পা নেই। অসহায় বাবা মা কে ফেলে একমাত্র ছেলে কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছিলেন সেই সময় এই দুর্ঘটনার কবলে পড়েন বিদ্যুৎ পাল। এই বিষয়ে বিদ্যুৎ পালের বাবা বিশ্বজিৎ পাল বলেন, “সেরকম কিছু খবর পাচ্ছি না। শুধু জানতে পেরেছি দুর্ঘটনায় আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করা হয়েছে।

Coromandel Express Accident: কী ভাবে এক লাইনে দু’টি ট্রেন? করমণ্ডল-দুর্ঘটনার নেপথ্যে সিগন্যাল ত্রুটি?
হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ছেলে কী অবস্থায় রয়েছে সঠিকভাবে এখনও জানতে পারিনি। এখানে কাজের সেরকম কিছু নেই। তাই ছেলে ঠিক করেছিল দক্ষিন ভারতে গিয়ে কিছু টাকা উপার্জন করবে। বাড়িতে বলেছিল বাঁকুড়া জেলা থেকে অনেক মানুষ দক্ষিন ভারতে গিয়ে রয়েছেন, কাজ করছেন”।

Coromandel Express Accident : ‘হঠাৎ তীব্র ঝাঁকুনি তারপর…!’ ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন ক্যানিং-এর দম্পতি
অপর দিকে সুজন বাউরি তিনিও ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিলেন। খবর পেয়ে শনিবার সকালে আহত ব্যাক্তিদের সঙ্গে দেখা করতে আসেন সোনামুখী বিধানসভার BJP বিধায়ক দিবাকর ঘরামী। তিনি বলেন, “আমার বিধানসভা ক্ষেত্রের দুই ব্যক্তি ওই ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছেন। ঈশ্বরের কৃপা যে তাঁদের উদ্ধার করা গিয়েছে।

Odisha Train Accident : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় কেঁপে উঠছে বাংলাদেশিরা, ‘এই ট্রেনেই তো ডাক্তার দেখাতে যাচ্ছিল…’
ওই পরিবারগুলির পাশে সর্বদা রয়েছি যে কোনও দরকারে। আমি খোঁজখবর রাখছি ওই দুই আহত ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে”। তিনিও পরিবারের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি প্রশাসন সর্বদা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। অপরদিকে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের ৬ জন করমণ্ডল এক্সপ্রেসে চেপে কাজের জন্য চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

Coromandel Train Accident News: মুচড়ানো বগি থেকে ভেসে আসছে আর্তনাদ! অন্ধকারে মোবাইল জ্বালিয়ে বাঁচানোর চেষ্টা
তাঁদের মধ্যে এক জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষ্ণুপুর থানার বাঁকাদহ গ্রামের এক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার আজ সকালে ঘটনাস্থলে যাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version