এই সময়: শ্রীক্ষেত্রে পাঁচ দিন-চার রাত কাটিয়ে শিয়ালদহগামী দুরন্ত এক্সপ্রেসে তাঁদের ওঠার কথা ছিল শনিবার সন্ধ্যায়। কিন্তু কলকাতার একটি প্রকাশনা সংস্থার কর্ণধার, সিঁথির শুভ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী, শিল্পী সেঁজুতি বন্দ্যোপাধ্যায় শনিবার সকালে মোবাইলে আসা রেলের মেসেজ থেকে জানতে পারলেন, ওই ট্রেন বাতিল। তাঁদের ৮ জনের দলে প্রবীণ নাগরিকের সংখ্যা দুই, শিশুর সংখ্যাও দুই।

অনলাইন বাস টিকেটিং প্ল্যাটফর্ম থেকে শনিবার দুপুরের একটি এসি বাসের টিকিট তড়িঘড়ি কাটেন শুভ। পুরী থেকে কলকাতা, এক-এক জনের টিকিট ২১০০ টাকা। শুভ-সেঁজুতিদের বন্ধু, বিরাটির সায়ন্তন ঠাকুর এ দিন সকালেই জানতে পারেন দুপুরের পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের বাতিল হওয়ার কথা। সায়ন্তনরা তিন জন আজ, রবিবার পুরী থেকে ভুবনেশ্বরে পৌঁছে কলকাতা ফেরার বিমান ধরবেন।

Vande Bharat Cancelled: করমণ্ডল দুর্ঘটনার জের, শনিতে প্রভাব হাওড়া-পুরী বন্দে ভারত চলাচলে
এমনিতেই পুরীতে বছরভর ভিড় থাকে। এখন ভিড় সপ্তাহান্তের ছুটির। তার উপর আজ, রবিবার জগন্নাথের স্নানযাত্রা। কিন্তু পুরীতে পর্যটকদের সমস্যায় ফেলে দিয়েছে বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। পুরীতে চাউর হয়ে গিয়েছে যে, ৬ জুনের আগে ট্রেনের অবস্থা স্বাভাবিক হবে না।

Coromandel Express Accident : ট্রেন কখন ছাড়বে? করমণ্ডল দুর্ঘটনার পর হাওড়ায় যাত্রীদের থিকথিকে ভিড়
২৮ মে পুরীতে পৌঁছনো কুমোরটুলির তৃষিতা পাল ও তাঁর পরিবারের আরও ৯ জনের শনিবার সন্ধ্যায় পুরী-সাঁতরাগাছি স্পেশ্যাল ধরার কথা ছিল। কিন্তু পুরী থেকে ফোনে শনিবার তৃষিতা বললেন, “সকাল ৭টায় মেসেজ পেলাম যে, ট্রেন বাতিল। বহু চেষ্টা করেও শনিবার ফেরার বাস পেলাম না। রবিবার গাড়িতে ভুবনেশ্বর পৌঁছব। সেখান থেকে রাত ৯টা ২০-র বাস ধরব।”

Train Cancelled List: ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জের, শনিবারে হাওড়া থেকে বাতিল প্রচুর ট্রেন
আবার চক্রতীর্থ রোডের একটি হোটেলের আধিকারিক শক্তি মিশ্র জানাচ্ছেন, অতিথিরা এসে না-পৌঁছনোয় শনিবার তাঁদের দু’টি ঘরের বুকিং বাতিল হয়েছে। পুরীর নিউ মেরিন ড্রাইভ রোডের একটি হোটেলে চেতলার ঝুমা সেনরা সাত জন চেক-ইন করেন শুক্রবার সকালে। দুর্ঘটনার পর শুক্রবার রাতেই হোটেল-ম্যানেজারের পরামর্শে ভুবনেশ্বর থেকে রবিবার বিমানে ফেরার টিকিট তাঁরা কেটে নেন।

Puri To Howrah Train Timing : দুর্ঘটনার জেরে পুরী কিংবা ভুবনেশ্বরে আটকে? এই ট্রেনগুলিতে ফিরতে পারেন রাজ্যে
তবে এই পরিস্থিতির সুযোগে ভুবনেশ্বরগামী কিংবা ভুবনেশ্বর থেকে অন্যত্র যাওয়ার বিমানের টিকিটের দাম যেন অস্বাভাবিক বেশি না-হয়, সেই ব্যাপারে বিমান সংস্থাগুলিকে সতর্ক করেছে অসামরিক বিমান পরিবণ মন্ত্রক। উড়ান বাতিল এবং সময়সূচি পরিবর্তনের ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতেও মন্ত্রক বারণ করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version