বিক্ষোভকারীদের অভিযোগ, পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এলাকায় পিচের রাস্তার কাজ শুরু হয়েছে। কিন্তু যে ঠিকাদার সংস্থা রাস্তার কাজ করছে তারা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কাজ করছে। এনিয়ে গ্রামবাসীরা স্থানীয় প্রশাসন ও ঠিকাদার সংস্থাকে জানালে সমস্যার সমাধান না হওয়ায় বুধবার গ্রামবাসীরা রাস্তার উপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রাস্তা তৈরির কাজ।
গ্রামবাসীদের দাবি অবিলম্বে রাস্তার কাজ ঠিকভাবে করতে যাবে না হলে রাস্তার কাজ করতে দেবে না তারা। অন্যদিকে, ঘটনায় মথুরাপুর ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন, রাস্তাটি জেলা পরিষদের তহবিল থেকে করা হচ্ছে। ঘটনায় অভিযোগ এসছে এবং অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
তবে ঘটনার প্রতিবাদ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মী তপন মণ্ডল বলেন, ” আমরা এর আগে বিডিও সাহেবকে জানিয়েছিলাম। রাস্তায় সব জায়গায় পাইলিং ঠিক ভাবে হচ্ছে না। পুরনো ইট দিয়ে রাস্তার কাজ হচ্ছে।” তাঁর অভিযোগ, দুদিনের মধ্যেই পিচের আস্তরণ উঠে যাচ্ছে। এতে গ্রামবাসীরা যথেষ্ট ক্ষুব্ধ।
গত মার্চ মাসে পথশ্রী – রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করা হয়। এই প্রকল্পের উদ্বোধন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের অধীন নিজস্ব তহবিল থেকে এই রাস্তা করবে রাজ্য। এই জন্য খরচ হবে তিন হাজার কোটি টাকা। এই টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরি করবে রাজ্য।
রাজ্য সরকারের তরফে জানানো হয়, মূলত গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং আধুনিক করার জন্যই এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই কাজ করবে বলে জানান হয়। জানা যায়, পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের শিল্যান্যাসের পর থেকে এই কাজের ব্যাপক প্রচারাভিযানে নামার জন্য জেলাশাসকদের নির্দেশিকা তৈরি করে দেয় নবান্ন।