রাজ্য জুড়ে প্রচার হয়েছিল পথশ্রী প্রকল্প নিয়ে। তবে সেই পথশ্রী প্রকল্পের কাজ হচ্ছে নির্মাণের। রাস্তার কাজে হচ্ছে গাফিলতি। একাধিক জায়গায় বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। ঘটনার প্রতিবাদে তপ্ত গরমে পিচ রাস্তায় শুয়ে প্রতিবাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘিতে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে পথশ্রী প্রকল্পের রাস্তা। প্রতিবাদে তীব্র গরমে পিচের রাস্তার উপর শুয়ে পড়ে রাস্তার কাজ বন্ধ করল গ্রামবাসীরা। ঘটনায় উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার নন্দকুমার পুর অঞ্চলের মধ্য পল্লি মহব্বত নগর এলাকায়।

Bidhannagar News : ভাই মদ-গাঁজা ব্যবসায় লিপ্ত, প্রতিবাদ করতে গিয়ে বাগুইআটিতে মৃত্যু দাদার?
বিক্ষোভকারীদের অভিযোগ, পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এলাকায় পিচের রাস্তার কাজ শুরু হয়েছে। কিন্তু যে ঠিকাদার সংস্থা রাস্তার কাজ করছে তারা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কাজ করছে। এনিয়ে গ্রামবাসীরা স্থানীয় প্রশাসন ও ঠিকাদার সংস্থাকে জানালে সমস্যার সমাধান না হওয়ায় বুধবার গ্রামবাসীরা রাস্তার উপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রাস্তা তৈরির কাজ।

North 24 Parganas CPIM News : &amp#39;একদিকে লুটেরা, আরেকদিকে দাঙ্গাবাজ…&amp#39;, বারাসতে মন্তব্য সেলিমের
গ্রামবাসীদের দাবি অবিলম্বে রাস্তার কাজ ঠিকভাবে করতে যাবে না হলে রাস্তার কাজ করতে দেবে না তারা। অন্যদিকে, ঘটনায় মথুরাপুর ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন, রাস্তাটি জেলা পরিষদের তহবিল থেকে করা হচ্ছে। ঘটনায় অভিযোগ এসছে এবং অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
তবে ঘটনার প্রতিবাদ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মী তপন মণ্ডল বলেন, ” আমরা এর আগে বিডিও সাহেবকে জানিয়েছিলাম। রাস্তায় সব জায়গায় পাইলিং ঠিক ভাবে হচ্ছে না। পুরনো ইট দিয়ে রাস্তার কাজ হচ্ছে।” তাঁর অভিযোগ, দুদিনের মধ্যেই পিচের আস্তরণ উঠে যাচ্ছে। এতে গ্রামবাসীরা যথেষ্ট ক্ষুব্ধ।

South 24 Parganas News : শিশুর রহস্যমৃত্যু বারুইপুরের গ্রামীণ হাসপাতালে, গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের
গত মার্চ মাসে পথশ্রী – রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করা হয়। এই প্রকল্পের উদ্বোধন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের অধীন নিজস্ব তহবিল থেকে এই রাস্তা করবে রাজ্য। এই জন্য খরচ হবে তিন হাজার কোটি টাকা। এই টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরি করবে রাজ্য।

Pathashree Project : ‘রাস্তা’র লড়াই! হাতজোড় করে ক্ষমা তৃণমূলের পঞ্চায়েত নেত্রীর

রাজ্য সরকারের তরফে জানানো হয়, মূলত গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং আধুনিক করার জন্যই এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই কাজ করবে বলে জানান হয়। জানা যায়, পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের শিল্যান্যাসের পর থেকে এই কাজের ব্যাপক প্রচারাভিযানে নামার জন্য জেলাশাসকদের নির্দেশিকা তৈরি করে দেয় নবান্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version