তিনি আরও বলেন, “এগুলি দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের। তবু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলছি, বিরোধী দলের কেউ যদি মনোনয়ন জমা না করতে পারেন, তাহলে তাঁরা যদি মনে করেন, আমাকে জানাতে পারেন। আমি নিজের গাড়িতে তাঁদের বাড়ি থেকে নিয়ে যাব, মনোনয়ন জমা দেওয়া করাবো, আবার আমার গাড়িতেই তাঁদের বাড়িতে পৌঁছে দিয়ে আসব।
অন্তত আমার বিধানসভা এলাকায় এই কাজটুকু আমি করতেই পারি”। শুক্রবার সন্ধ্যায় অশোকনগর গোল বাজারে নব জোয়ার কর্মসূচি উপলক্ষ্যে তৃণমূলের একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী। তিনি পাশাপাশি বলেন, “দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে হবে। কোনও জায়গায় ঝামেলা হওয়া চলবে না। আর আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয় পাবে”।
পাশাপাশি তিনি বলেন, “যদি মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা পান বিরোধীরা, তাহলে অবশ্যই প্রশাসন এবং রিটার্নিং অফিসার কে জানান। অথবা আমাকে জানাতে পারেন। আমি নিজের গাড়ি করে বাড়ি থেকে নিয়ে আবার মনোনয়ন পত্র জমা দিয়ে বাড়িতে পৌঁছে দেব। রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটা করতে পারি”।
এমনই এক ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে বিধায়ককে বলতে। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়া এবং রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে অশান্তিও।
তার মধ্যে বিধায়কের গলায় এই ধরনের মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য, কয়েকমাস আগে দলের সকলকে সতর্ক করার পাশাপাশি আচার-আচরণ নিয়ে বেশি কিছু নিদান দিয়েছিলেন এই তৃণমূল বিধায়ক।