রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের পাওয়ার কাপল তাঁরা। এক ফ্রেমে তাঁরা থাকা মানেই সেই ফ্রেম চোখ বুজে ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা এনজয় করেন রাজ (Raj Chakrabarty) এবং শুভশ্রী (Subhashree Ganguly)। ডান্স বাংলা ডান্সের প্রথম পরিচালক ছিলেন রাজ। আবার এখন সেই একই শোয়ের বিচারকের আসনে বসেন শুভশ্রী। একটি স্পেশাল এপিসোডের শ্যুটিংয়ের ফাঁকা স্বামী-স্ত্রীর Oh So Sweet মুহূর্ত আমাদের লেন্সবন্দি। মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিয়েও একাধিক কথা বললেন রাজ।