প্রসেনজিৎ বেরা
হাজার হাজার প্রার্থীর নামের তালিকা ও প্রতীকের বিশাল বান্ডিল নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন তৃণমূলের একদল মন্ত্রী, সাংসদ ও নেতা। কোনও নেতার হাতে ন’হাজার প্রার্থীর নামের তালিকা ও প্রতীক, কারও হাতে ছ’হাজার নামের তালিকা ও প্রতীক। কখন এই নেতা-মন্ত্রীরা জেলায় পৌছবেন, সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে টিকিট প্রত্যাশী জোড়াফুলের পঞ্চায়েত স্তরের নেতাকর্মীরা। কোনও নেতা ইতিমধ্যে কয়েক বান্ডিল প্রতীক ও প্রার্থীর তালিকা নিয়ে জেলায় পৌঁছে গিয়েছেন। যাঁরা এখনও পৌঁছননি, তাঁদের কাছে জেলা থেকে ঘনঘন ফোন আসছে। প্রশ্ন একটাই, ‘দাদা কখন আসছেন জেলায়? প্রার্থী তালিকায় আমার নাম রয়েছে তো?’

কেন তৃণমূলের এই বাছাই করা মন্ত্রী-সাংসদ-নেতাদের হাতে এখন হাজার হাজার প্রার্থীর নামের তালিকা ও প্রতীক? কেনই বা এই নেতারা এখন ফোনে ফোনে অস্থির? কারণ হলো, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে প্রথম সারির মন্ত্রী-সাংসদ-নেতাদের নিয়ে একটি বিশেষ টিম তৈরি করে দেওয়া হয়েছে। টিমের প্রত্যেক সদস্যকে এক বা একাধিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েতে প্রায় ৭৪ হাজার প্রার্থীর মনোনয়ন দাখিল প্রক্রিয়া পরিচালনা করতে গঠিত এই টিমে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক, সাংসদ শান্তনু সেন, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন।

Panchayat Election 2023 : ফেরাতে হবে লিস্ট না মানা সব মনোনয়ন
শুভেন্দু অধিকারীর খালসতালুক পূর্ব মেদিনীপুরের দায়িত্ব কুণালকে দেওয়া হয়েছে। রাজীব উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দায়িত্বে রয়েছেন। নদিয়া জেলার দায়িত্ব রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে দেওয়া হয়েছে। এঁরা সংশ্লিষ্ট জেলা সভাপতি-সহ জেলার প্রথম সারির নেতা, সাংসদ, বিধায়কের সঙ্গে সমন্বয় করে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া মসৃণ করার কাজ করবেন।

BJP In West Bengal : সমস্ত সিটে প্রার্থী দিতে না পেরে কি ভোট কাটার পথ, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কৌশল
পোশাকি পর্যবেক্ষকের তকমা দেওয়া না-হলেও কার্যত পর্যবেক্ষকের কাজই করবেন টিমের সদস্যরা। আদালতে মামলার গতিপ্রকৃতি দেখে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব সবুজ সঙ্কেত দিলেই এই সদস্যরা প্রার্থীদের হাতে প্রতীক দেওয়ার কাজ শুরু করবেন বলে দলের একাংশের বক্তব্য। তৃণমূল এবার প্রথম কেন্দ্রীয় ভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রায় ৭৪ হাজার প্রার্থীর প্রতীক বরাদ্দ করেছে। প্রতীক বরাদ্দ করার কাজ কেন্দ্রীয় ভাবে ২০ জন মন্ত্রী-নেতা-সাংসদের একটি টিমকে দেওয়া হয়েছিল। এখন মনোনয়ন দাখিলের প্রক্রিয়া কো-অর্ডিনেট করতেও কেন বিশেষ টিম তৈরি করা হলো?

Panchayat Election : বাঁকুড়ায় মনোনয়নের প্রথম দিনেই বাজিমাত BJP-র, ক্ষোভ প্রকাশ CPIM-এর
এই টিমের এক সদস্যের কথায়, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদেরই প্রার্থী করা হবে। তাই যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের নাম প্রার্থী তালিকায় না থাকতে পারে। টিকিট না পেয়ে এই নেতারা যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন, তার জন্যই দলের বাছাই করা নেতাদের নিয়ে এই টিম করা হয়েছে।’ টিকিট না পেয়ে অসন্তুষ্ট নেতা-কর্মীদের ক্ষোভ প্রশমন করার পাশাপাশি বিরোধীপক্ষের প্ররোচনায় পা দিয়ে দলের কোনও নেতা-কর্মী যাতে মনোনয়ন দাখিল প্রক্রিয়ায় অশান্তিতে জড়িয়ে না পড়েন বা প্রলুব্ধ হয়ে অন্য প্রতীকে লড়তে না-যান, সেজন্য টিম গঠন করা হয়েছে বলে তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য।

টিমের সদস্য রাজ্যের এক মন্ত্রীর কথায়, ‘রাজ্য নেতৃত্বের কাছ থেকে জেলার প্রার্থী তালিকা, প্রার্থীর নামের সঙ্গে বরাদ্দ প্রতীক নিয়ে যে জেলায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে পৌঁছে যেতে হবে। তারপরে জেলা সভাপতির সঙ্গে কথা বলে প্রত্যেক প্রার্থীর কাছে প্রতীক পৌঁছে দিতে হবে। অফিসিয়াল সমস্ত প্রার্থী যাতে নির্দিষ্ট সময়ে সুষ্ঠু ভাবে মনোনয়ন পত্র দাখিল করেন, তা নিশ্চিত করতে হবে।’

Panchayat Election : পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই ধাক্কা! শুভেন্দু গড়ে BJP পর্যবেক্ষকের তৃণমূলে যোগদান
যে জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে, সেখানে বিবদমানপক্ষের সঙ্গে কথা বলে সহমত তৈরি করতে হবে টিমের সদস্যদের। এই টিমের সদস্য এক অভিজ্ঞ নেতার কথায়, ‘জেলা সভাপতি, ব্লক নেতৃত্বের সঙ্গে কথা বলে যেখানে কিছুটা সমস্যা রয়েছে তার দ্রুত সমাধান করা হচ্ছে।’ কুণাল সোমবার পূর্ব মেদিনীপুর পৌঁছে তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে মনোনয়ন দাখিল নিয়ে একপ্রস্ত বৈঠক সেরে ফেলেছেন। রাজীব উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি তাঁর হাতে থাকা জেলার নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। আজ, মঙ্গলবার এই টিমের আরও একদল সদস্য গন্তব্য সেখানে পৌছে যাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version