হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মোট ১৬ লাখ ২০ হাজার ৩৯৩ টাকা অর্থ ব্যয়ে এডিডিএ কিচেন রুমটি নির্মাণ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এডিডিএ’কে ধন্যবাদ জ্ঞাপন করেন। নতুন নির্মিত কিচেনেই এবার থেকে হাসপাতালের রোগীদের খাবারের তৈরী করা হবে। রোগীদের উন্নত মানের খাদ্য পরিষেবা দেওয়ায় জন্যেও এই কিচেন নির্মাণ করা হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
এডিডিএ’র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “ আগে কিচেনটা অনেক স্বল্প পরিসরে ছিল। স্বভাবতই রোগীদের পরিষেবাটা সেভাবে দেওয়া যেত না। এখন অনেক বড় অংশ জুড়ে এই নতুন কিচেন চালু করা হল। রোগীরা এর থেকে অনেক ভালো পরিষেবা পাবে।”
প্রসঙ্গত, অনেকদিন ধরেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের রান্নাঘর ও খাদ্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠছিল। রোগী ও রোগীর পরিজনদের একাংশের অভিযোগ ছিল, খাবার সংক্রান্ত সঠিক পরিষেবা তাঁরা পাচ্ছেন না। এমনকি হাসপাতালের রান্নাঘরের পরিসর নিয়েও নানা অভিযোগ উঠছিল। আরও বড় পরিসরে রান্নাঘর নির্মাণের প্রয়োজনীয়তা ছিল দীর্ঘদিন ধরেই। সেই কারণেই এই নতুন কিচেন নির্মাণে সিদ্ধান্ত নেয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, হাসপাতালের মান বজায় রাখতে এর আগেও একাধিক পরিষেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। গত ডিসেম্বর মাসেই হাসপাতালে বহু প্রতীক্ষিত বহির্বিভাগ চালু করা হয়। রোগী উন্নয়ন কল্যাণ সমিতির প্রচেষ্টায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে বহির্বিভাগ ভবনের নির্মাণ করা হয়। প্রায় দেড় কোটি টাকা অনুদানে নতুন বহির্বিভাগের নির্মাণ করা হয়। নতুন এই ভবনটি স্বর্গীয় বলরাম দে’এর স্মৃতির উদ্দেশ্যে করা হয় বলে জানানো হয়। বলরাম দে মেমোরিয়াল OPD ব্লক নাম দেওয়া হয় এই বিভাগের। এর ফলে রোগীর চাপ কিছুটা কমবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।