উত্তরে শিকে ছিঁড়লও দক্ষিণবঙ্গে এখনও বর্ষা আসতে ঢের দেরি। তবে রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলেও তা আদপে বর্ষার বৃষ্টি নয় বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদদের একাংশ। যদিও সাইক্লোন বিপর্যয়ের জেরে কলকাতা ও আশপাশের অঞ্চলে মঙ্গলবারও তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Rainfall Forecast : অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি! রবিবার ঝেঁপে বৃষ্টি কলকাতায়
সাধারণত উত্তরবঙ্গে প্রতি বছর ৭ জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে। তবে এ বছর পাঁচদিন পিছিয়ে ১২ জুন তা রাজ্যে ঢুকল। আর এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পঙে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। দার্জিলিং ও কালিম্পং জেলায় বুধবার থেকে টানা ভারী বৃষ্টির সতর্কবার্তা। পার্বত্য এলাকায় ল্যান্ডস্লাইড এর সম্ভাবনাও রয়েছে। ডুয়ার্সের নীচু এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা।‌ একইসঙ্গে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে সিকিম এবং বিহারেও।

Kolkata Monsoon : ৪০ ছুঁই ছুঁই তাপমাত্রা! প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি দিয়ে কবে নামবে স্বস্তির বৃষ্টি?
এদিকে, সম্পূর্ণ উলটো চিত্র দক্ষিণবঙ্গে। মঙ্গলবারও পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়ছে কিছুতেই

মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তীব্র গরম অনুভূত হবে জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে মঙ্গলবার প্রায় সারাদিনই।

Rain In Kolkata : কলকাতায় ক্ষণিকের স্বস্তি, কতক্ষণ চলবে বৃষ্টিপাত? জবাব হাওয়া অফিসের
মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

এদিকে, আরব সাগরের ঘূর্ণিঝড় বিপর্যয় প্রচুর জলীয় বাষ্প টেনে নিয়ে নিজের শক্তি বাড়াচ্ছে। ফলে দক্ষিণবঙ্গে এবার বর্ষা আরও কিছুটা বিলম্বিত হওয়ার আশঙ্কা। আবহাওয়াবিদদের একাংশের মধ্যে সাইক্লোনের জেরে বায়ুর গতিবেগের দিক পরিবর্তন হয়েছে। ফলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশপাশের অঞ্চলে।

Kolkata Weather : সকাল থেকেই দু’এক পশলা, বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়
এদিকে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের এই খামখেয়ালিপনা নতুন নয়। বিগত পাঁচ বছরের পরিসংখ্যান অনুযায়ী, অন্তত দুই বছর বর্ষা দেরিতে প্রবেশ করেছে। ২০১৮ সালে ১১ জুন, ২০১৯ সালে ২০ জুন, ২০২০ সালে ১২ জুন, ২০২১ সালে ১১ জুন এবং ২০২২ সালে ১৮ জুন বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে।

Rainfall Forecast : ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, ছুটির দিনে বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ একাধিক জেলা!
অন্যদিকে, মঙ্গলবারও সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। শহরের আপেক্ষিক আর্দ্রতা প্রায় ১০০ শতাংশ ছুঁইছুঁই। ফলে ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম থাকবে দিনভর। যদিও দুপুর বা বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হবে বলে জানা যাচ্ছে।

Monsoon in West Bengal : অবশেষে দুয়ারে বর্ষা, উইকএন্ডেই রাজ্যে প্রবল বৃষ্টি
সোমবার শহরে ৫৮ কিলোমিটার গতিবেগে ঝড় চলেছে। বিকেল ৫টা বেজে ৪১ মিনিট নাগাদ ঝড় ওঠে। এর স্থায়িত্ব ছিল ৩ মিনিট। সঙ্গে ১৪.৬ মিলিমিটার বৃষ্টি হয় মহানগরে। যার ফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নেমে ২৫.৭ ডিগ্রিতে দাঁড়ায়। যদিও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version