এই সময়, শিলিগুড়ি: বর্ষার প্রথম ঝটকাতেই কেঁপে গেলো উত্তরবঙ্গ। রবিবার রাতে প্রবল বৃষ্টিপাতে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির জলের তোড়ে তিনটি বাড়ি ধসে গিয়েছে রম্ভিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেবক-রংপো রেল প্রকল্পের কাজ। সিকিমের ডিকচুতে জাতীয় জলবিদ্যুৎ নিগমের তিস্তা স্টেজ-ফাইভের ক্ষতি হয়েছে।

Rainfall Forecast : অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি! রবিবার ঝেঁপে বৃষ্টি কলকাতায়
কালিম্পংয়ের চুইকিমেও বিভিন্ন এলাকায় ধস নেমেছে। রবিবার রাতে শিলিগুড়িতে কয়েক ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। গ্যাংটকে বৃষ্টি হয় ৬৯.৮ মিলিমিটার। রাতভর বৃষ্টিতে শিলিগুড়িরও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। যদিও সোমবার সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। একরাতের বৃষ্টিতেই তাপমাত্রা অনেকটা নেমে যায় উত্তরবঙ্গ জুড়েই।

Kolkata Rainfall Update : সোমবার রাজ্যে প্রবেশ বর্ষার, উইকএন্ডেই বৃষ্টিতে ভাসবে কলকাতা?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সাতদিন এই পরিস্থিতি চলতে পারে। পাহাড়ে ধস, হরপা বানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটকের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, ‘রবিবার রাতেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। আগামী সাত দিন উত্তরবঙ্গ ও সিকিমের নানা প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে প্রশাসনকেও সতর্ক করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version