Bengal Panchayat Polls : বেহাল রাস্তা পাকা না হওয়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। মঙ্গলবার বিকেলে ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের তিন নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের হেতমপাড়ায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা তীর, ধনুক, লাঠি ঠ্যাঙা নিয়ে বংশীহারী মহিপাল রাজ্য সড়ক অবরোধ করে। অবরোধকারীদের মধ্যে মহিলাও ছিলেন। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।

Panchayat Election 2023 : খানাখন্দে ভরা রাস্তায় নিত্য ভোগান্তিতে বাসিন্দারা! ভোট বয়কটের সিদ্ধান্ত
প্রায় তিন ঘণ্টা পর পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল। এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তার হওয়ার কোনও লক্ষণ না দেখলে, পরে ভোট বয়কট করবেন বলে ক্ষুব্ধ গ্রামবাসীরা জানিয়েছেন।

Bankura News : এলাকায় পানীয় জলের অভাব! পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বিক্ষোভ বাসিন্দাদের
জানা গিয়েছে, বংশীহারী থানার এলাকাবাদ গ্রাম পঞ্চায়েতের হেতমপাড়া থেকে জামার কুড়শা পুকুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। বহুবার এই রাস্তার জন্য গ্রামবাসীরা পঞ্চায়েত সহ ব্লকে আবেদন জানিয়েছিলেন৷ এমনকি গ্রামের চলাচলের রাস্তাটি পাকার দাবিতে আগেও দু- দুবার রাস্তা অবরোধও করেছিল।

Pathashree Project : পথশ্রীতে নিম্নমানের কাজের অভিযোগ, তপ্ত গরমে পিচ রাস্তায় শুয়ে প্রতিবাদ গ্রামবাসীদের
সেই সময় এলাকায় BDO গিয়ে আশ্বাস দেন রাস্তা হবে। অভিযোগ, এখনও পর্যন্ত দীর্ঘ ১০ বছর কেটে গেলেও রাস্তা হয়নি। সামনেও পঞ্চায়েত নির্বাচন। তাই ভোটের আগে নিজের এলাকার রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। বিকেল সাড়ে তিনটের পর পথ অবরোধ ওঠে।

Malda Weather : তীব্র গরমে জলের হাহাকার মালদায়! জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে গ্রামবাসী
এলাকার লোকজনের একটাই দাবি তাদের এই রাস্তা অতি দ্রুত করে দিতে হবে। কেন না দীর্ঘদিন থেকে এই রাস্তায় বেহাল হওয়ার কারণে রাস্তায় একটু বৃষ্টি হলেই চলাফেরার অযোগ্য হয়ে ওঠে। বহুবার প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস মিললেও এখনও পর্যন্ত তাদের এই রাস্তা হয়নি।

Jalpaiguri News : পানীয় জলে সমস্যায় ভুটান সীমান্তে অবরোধ চা শ্রমিকদের, দুর্ভোগে দুই দেশের যাত্রীরা
যদি এই রাস্তা না হয় তাহলে আগামীতে পঞ্চায়েত ভোট বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। স্থানীয় বিক্ষোভকারী নীলমণি টুডু বলেন, “অনেকবার আবেদন করার পর কাজ না হওয়ায় বাধ্য হয়ে আজ রাস্তা অবরোধ করলাম। সামনেই পঞ্চায়েত ভোট। যদি রাস্তা এর মধ্যে ঠিক না হয়, তাহলে ভোট বয়কট করা হবে”।

অন্যদিকে বংশীহারী ব্লকের BDO সুব্রত বাউল বলেন, “ছবি দেখেই মনে হচ্ছে রাস্তাটি খুব খারাপ। রাস্তার প্রয়োজন রয়েছে। ওই এলাকায় যাব আমি এবং পুরো ঘটনা খতিয়ে দেখে রাস্তাতে যাতে দ্রুত মেরামত হয় তার ব্যবস্থা করব। চেষ্টা করছি তাড়াতাড়ি কাজ করার”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version