Uttar 24 Pargana : নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠল রাজ্যের সেচমন্ত্রীর পার্থ ভৌমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়া পানপুর BDO অফিসে। নমিনেশন জমা দেওয়ার শেষ দিনে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সদলবলে পানপুর ব্লক-১ এর BDO অফিসে প্রবেশ করেন মন্ত্রী পার্থ ভৌমিক। তাঁকে দেখে কথা বলতে এগিয়ে আসেন বহু মানুষ।

তা দেখেই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন বিরোধীরা। তাঁদের দাবি, নমিনেশন কেন্দ্র থেকে এক কিলোমিটার এলাকায় যেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে, সেখানে মন্ত্রী কিভাবে এত লোক নিয়ে প্রবেশ করলেন? প্রশ্ন বিরোধীদের।

Panchayat Election 2023 : কড়া নিরাপত্তার মধ্যে বারাসতে চলছে মনোনয়ন জমা, জারি ১৪৪ ধারা
CITU রাজ্য কমিটির সদস্য শম্ভু চট্টোপাধ্যায় বলেন, “নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ করাটা ঠিক হয়নি। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এত লোক নিয়ে মন্ত্রী এসেছেন। এটা নির্বাচনী বিধিভঙ্গ। এমন কাজ তিনি করতে পারেন না। প্রশাসন কীভাবে সম্মতি দিচ্ছে, সেটাই আমাদের প্রশ্ন।”

Panchayat Election 2023 : মনোনয়ন জমার পথে CPIM প্রার্থীদের ওপর হামলার অভিযোগ! উত্তেজনা মধ্যমগ্রামে
BJP নেতা প্রণব মণ্ডল বলেন, “নির্বাচনের আচরণবিধি যেখানে চলছে সেই জায়গায় নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ করে তিনি প্রভাবিত করার চেষ্টা করেছেন।” অন্যদিকে তাঁর বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “আমি একজন সাধারণ মানুষ। নমিনেশন কেমন চলছে দেখতে এসেছিলাম, আমাকে দেখে মানুষ এগিয়ে আসলে আমি তাদেরকে বারণ করতে পারি না। আমি সবাইকেই বলেছি কোনও অসুবিধা হলে নির্দ্বিধায় আপনারা ফোন করবেন, বলবেন। CPIM কংগ্রেস সকল নেতার সঙ্গেই কথা হল। সবাইকে বলেছি, কোনও অসুবিধা হলে আমাকে জানাবেন। বাকি সব সুষ্ঠুভাবেই হচ্ছে।”

Panchayat Election 2023 : বারাসতে ISF প্রার্থীদের ওপর হামলা! গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সূত্রের খবর, এই এলাকায় মনোনয়ন জমা দেওয়া নিয়ে আলাদা করে অশান্তি কিংবা উত্তেজনার অভিযোগও সেভাবে দেখা যায়নি। যদিও সরকারি দফতরের মধ্যে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন মন্ত্রী। সবার সঙ্গেই হেসে কথা বলেন।

Panchayat Election 2023 : ১৪৪ ধারা জারির পরও অবৈধ জমায়েত! লাঠি উঁচিয়ে পুলিশের তাড়া তৃণমূল কর্মীদের
এমনিতেই BDO অফিস চত্বরে ১৪৪ ধারা জারি। সেখানে জমায়েত যাতে না হয়, তার জন্য পুলিশ মোতায়েন। কিন্তু অভিযোগ, তা উপেক্ষা করেই তিনি BDO অফিসের ভিতর ঢুকে পড়েন। এই বিষয় নিয়ে পানপুর ব্লক-১ এর BDO রাজশ্রী চক্রবর্তী বলেন, “ঘটনাটি আমি শুনেছি। ঠিক কি হয়েছে তা আমি জানি না।”
তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version