কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর জন্য খুশির খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন শহরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে, সঙ্গে বৃষ্টিপাতও। গত কয়েকদিন ধরেই গুমোট গরমে রীতিমতো অস্বস্তিতে শহরবাসী। তাপমাত্রাও বাড়ছিল হু হু করে।
বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি এবং বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া?
একদিকে যেমন দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা তেমনই কলকাতা সহ সংলগ্ন জায়গাগুলিতে হতে পারে ঝড়-বৃষ্টি।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে রয়েছে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। এছাড়াও মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়, সঙ্গে বৃষ্টি। স্বাভাবিকভাবেই এই জেলাগুলিতে ফিরবে স্বস্তি।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনাও। এই জেলাগুলি হল- পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে বৃষ্টিপাত। সেখানে ইতিমধ্যেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু। জানা গিয়েছে, বৃহস্পতিবারও উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এরমধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে ভারী বৃষ্টি।
চলতি বছরের বর্ষার আপডেট…
অন্যান্য বছর ১ জুন কেরালা হয়ে গোটা দেশে প্রবেশ করে মৌসুমী বায়ু। কিন্তু, চলতি বছর তা প্রবেশ করেছে অনেকটাই দেরিতে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। সেখানে শুরু হয়েছে বৃষ্টিপাতও। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি বছর স্বাভাবিক হবে বর্ষা। অ্যাল নিনোর প্রভাব বিশেষ পড়বে না বলেই জানা যাচ্ছে।