West Bengal News : খড়দহ পুরসভার এলাকা থেকে ১ কোটি টাকার কোরাল উদ্ধার করল জেলা বন দফতর। যা ভারতে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। যার নাম ধৃতিমান দত্ত। বুধবার বারাসত রথতলা রেঞ্জ অফিসে একথা জানান DFO। বুধবার ধৃতকে বিধাননগর কোর্টে পেশ করা হয় বলেও জানান তিনি। এই বিষয়ে তিনি জানান, “মঙ্গলবার বন দফতর হেড কোয়ার্টার থেকে একটা টিম খড়দহ পুরসভা এলাকায় মেরিন ওয়ার্ল্ড নামে একটি অ্যাকুরিয়ামের দোকানে অভিযান চালায়। সেখান থেকেই এই বহুমূল্য কোরাল উদ্ধার হয়।

Segun Wood : বন কর্মীদের চেষ্টায় সেগুন কাঠ পাচারের ছক বানচাল! গ্রেফতার গাড়ির চালক
যা ভারতে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। অবৈধ কোরাল পাওয়ার পর বন দফতর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। সেই রাতেই টিম আসে। রাতভর এই তল্লাশি অভিযান চলে”। কোরাল যা বাংলা ভাষায় প্রবাল নামে পরিচিত। প্রবাল যেটি হল একটি সামুদ্রিক প্রাণী। উত্তর ২৪ পরগনা জেলার ডিসট্রিক্ট ফরেস্ট অফিসার জানান, “এই কোরাল ভারতে রাখা পুরোপুরি বেআইনি। এগুলোই খড়দহ পুরসভা এলাকায় এক ব্যক্তি বিক্রি করছিলেন। এগুলোকে আমরা আটক করি এবং তিনখানা বড় অ্যাকুরিয়াম বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও একাধিক পাখি ওই দোকান থেকে আটক করা হয়।

Senthil Balaji News : ১৮ ঘন্টার ম্যারাথন জেরা শেষে গ্রেফতার, অসুস্থ তামিলনাড়ুর মন্ত্রীকে বাইপাস সার্জারির পরামর্শ সরকারি হাসপাতালের চিকিৎসকদের
যা খতিয়ে দেখা হচ্ছে। সেইসব পাখি রাখার কোনও বৈধতা ওই ব্যক্তির আছে কি না”। যে কোরাল উদ্ধার হয়েছে তার বাজারে আনুমানিক এক কোটি টাকার মতো দাম। এই ব্যবসার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আমার দোকানের কাছেই ওই দোকান ছিল।

Durgapur News : উত্তেজক নাচ, বইছে মদের ফোয়ারা! সিটিসেন্টারে মধুচক্রের পর্দাফাঁস
অনেকদিন ধরেই ব্যবসা করছেন। কিন্তু নিষিদ্ধ জিনিস রাখার বিষয়ে আমরা জানতাম না। হঠাৎ করে মঙ্গলবার কিছু সরকারি আধিকারিক ওই দোকানে হানা দেন। তারপরই আমরা গোটা ঘটনা জানতে পারি”। প্রবাল হল অ্যান্থজোয়া শ্রেনীভূক্ত সামুদ্রিক প্রাণী। এরা প্রাণী হলেও, জীবনের পূর্ণবয়স্ক অবস্থায় সাগরতলে কোন দৃঢ় তলের উপর গেড়ে বসে বাকি জীবন পার করে দেয় নিশ্চল হয়ে।

Ganga Pollution : লক্ষ্য গঙ্গা দূষণ প্রতিরোধ, সচেতনতায় অভিনব প্রচার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের
প্রতিটি প্রবাল পলিপ যেখানে গেড়ে বসে সেখানে নিজের দেহের চারপাশে ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণের মাধ্যমে শক্ত পাথুরে খোলস বা বহিঃকঙ্কাল তৈরি করে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে জলপাইগুড়ি জেলা থেকেও এরকম নিষিদ্ধ কোরাল উদ্ধার করা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version