মনোনয়নের শেষ দিনেও ভাঙনের ঘনঘটা শাসক শিবিরে। এবার নিউটাউন এলাকায় শয়ে শয়ে তৃণমূল কর্মী যোগ দিলেন সিপিএমে। রাজারহাট বিষ্ণুপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় দলবদলের হিড়িক। প্রায় ৩০০ তৃণমূল কর্মী যোগ দিল সিপিএমে। রাজারহাট বিষ্ণুপুর দুই গ্রাম পঞ্চায়েত এর মোহাম্মদ পুর শীল পোতা মোড় এলাকার তৃণমূল কর্মীরা দলত্যাগ করেন।

Dilip Ghosh : ‘রাজ্যে দুষ্কৃতীরাই ভোট করাচ্ছে’, মনোনয়নে গণ্ডগোল নিয়ে তোপ দিলীপের
জানা গিয়েছে, দীর্ঘদিন বিষ্ণুপুর দুই গ্রাম পঞ্চায়েত-এর সক্রিয় তৃণমূল নেতা সেলিম মোল্লা ও মুজিবর মিস্ত্রির নেতৃত্বে প্রায় ৩০০ জন তৃণমূল কর্মী যোগ দিল সিপিএমে। সিপিএমে যোগ দিয়েই তারা সিপিএম এর হয়ে নমিনেশন জমা দিতে যান রাজারহাট বিডিও অফিসে।
সেলিম মোল্লা গ্রাম পঞ্চায়েত ও মুজিবর মিস্ত্রি রাজারহাট পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হওয়ার জন্য নমিনেশন জমা দিতে জান। দুর্নীতি, অহংকার ও ঔদ্ধত্যে বেড়ে যাওয়ার কারণে তাঁদের এই সিদ্ধান্ত বলে দাবি তাঁদের। আগামী দিনে লাল ঝান্ডা নিয়েই তাঁদের লড়াই চলবে বলে জানান দলত্যাগীরা।

West Bengal Panchayat Election : ৫৮ বছর ধরে অপরাজিত, ৮৮-র গোপাল ফের প্রার্থী
সদ্য সিপিএম এ যোগ দেওয়া সেলিম মোল্লা জানান, সিপিএম পার্টি থেকে ১৭৯ নম্বর বুথ রাজারহাট বিষ্ণুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত নমিনেশন দিতে যাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই অহংকার ঔদ্ধত্যের বিরুদ্ধে আমাদের লড়াই। ঔদ্ধত্যের ওদের বেড়ে গিয়েছে। চারিদিকে দুর্নীতি এর জন্য আমরা তৃণমূল ছেড়ে সিপিএমের হয়ে নমিনেশন দিতে যাচ্ছি।

WB Panchayat Election : ঘোষণা ছাড়াই শুরু মনোনয়ন, আনুষ্ঠানিক ভাবে তালিকা জানাল না তৃণমূল
প্রায় আড়াইশো থেকে তিনশো লোক যোগদান করেছে। তৃণমূলের জনজোয়ার উঠেছিল এখন আর নেই, এখন ভাটার সময় বলে কটাক্ষ দলবদলু কর্মীদের। আরও ভাটা পড়বে ভোটের ফলাফল বার হওয়ার পরে বুঝতে পারবেন বলে জানান তাঁরা। মানুষ ওদের পাশে নেই, আমাদের পাশেই আছে বলে দাবি করেন তাঁরা।
সদ্য সিপিএমএ যোগ দেওয়া মুজিবর মিস্ত্রির দাবি, স্থানীয় এক তৃণমূল নেতা আমাকে ৭-৮ দিন ধরে ঘোরাচ্ছে টিকিট দেবে বলে কিন্তু দেয়নি। এখন বলছে দেবে, কিন্তু আমি তো এখন বেরিয়ে গিয়েছি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কর্মীদের কোনওরকম গুরুত্ব দেয় না, কর্মীদের নিয়ে বৈঠক করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় না বলে তিনি দাবি করেন।

Panchayat Election: জিতবোই’! গুলিতে মৃত মৃত্যুঞ্জয়ের বৌদি এবার প্রার্থী

সূত্রের খবর তৃণমূল থেকে প্রার্থী না করার কারণে এই দল ত্যাগ-এর সিদ্বান্ত। যদি এটা স্বীকার করতে রাজি নয় তারা। আর এই যোগদানের ফলে সিপিএম এর শক্তি আরও বৃদ্ধি পেল বলে মনে করছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। তবে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি অভিজিৎ নস্কর বলেন, ” যাঁরা প্রকৃত তৃণমূল, তাঁরা আমাদের দলেই আছে, কিছু লোক গা ভাসিয়ে সিপিএমে গিয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version