CPIM In West Bengal : দুদিন আগেই শেষ হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন জমা। আর তারপর থেকেই একের পর এক জায়গায় বিরোধী প্রার্থীদের মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বসিরহাটে CPIM-এর গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে হুমকি, আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো ও বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই কারণে প্রতিবাদ জানিয়ে নির্বাচন বিধি ভঙ্গ করে মিছিল বের করেছে CPIM।

Panchayat Election 2023 : বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ! তৃণমূলের বিরুদ্ধে ‘হুমকি’-র অভিযোগ চন্দ্রকোণায়
বসিরহাটের হাসনাবাদ থানার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের ১৪১ নম্বর বুথের CPIM প্রার্থী সুজাতা সর্দারকে শুক্রবার রাতে হুমকি দেওয়া, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো ও বাড়িতে চড়াও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রূপমারি বায়নাড়া গ্রামে। ওই বুথের CPIM প্রার্থী সুজাতা সর্দারকে হুমকি দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ এমনই।

WB Panchayat Election : চাপড়ায় CPIM প্রার্থীর বাড়িতে তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডব? ভাঙচুর চালানোর অভিযোগ
শুক্রবার রাতে রীতিমতো তাঁর বাড়িতে চড়াও হয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। সুজাতা সর্দার এই বিষয়ে বলেন, “যেদিন থেকে মনোনয়ন জমা দিয়েছি, লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। শুক্রবার তো আমার বাড়িতে চলে এল। এসে চড়াও হয়ে হুমকি দিয়ে গিয়েছে। কিন্তু আমিও ঠিক করে নিয়েছি, ভোটে লড়ে তবেই ছাড়ব।

Bengal Panchayat Polls Violence : মনোনয়ন প্রত্যাহারে চাপ? পাড়ুইয়ে CPIM প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!
দেখি কতদূর ওরা কি করতে পারে। তৃণমূলের দাপট আমরা রুখে দেব”। তারই প্রতিবাদে এক প্রকার পুলিশের অনুমতি ছাড়াই প্রতিবাদ মিছিল বার করল CPIM। যদিও পুলিশ এসে সেই মিছিল আটকে দেয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন CPIM নেতা কর্মীরা। এক CPIM নেতা এই বিষয়ে বলেন, “শাসক দল আমাদের উপর লাগাতার চড়াও হচ্ছে।

Panchayat Election 2023 : বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়ানোর খেসারত? লাগাতার মনোনয়ন প্রত্যাহারের হুমকি, শোরগোল ডোমজুড়ে
তখন পুলিশ আসছে না। কিন্তু আমরা তার প্রতিবাদ করতে গেলেই পুলিশ আমাদেরকে নির্বাচনের বিধির কথা বলছে”। যদিও এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন এলাকারই তৃণমূলের প্রার্থী তপন মণ্ডল। তিনি বলেন, “আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এর সঙ্গে জড়িত নয়।

Panchayat Election 2023 : CPIM-এর প্রার্থীর স্বামীর উপর হামলা! কুলতলির ঘটনায় চাঞ্চল্য
ইতিমধ্যেই চালু রয়েছে নির্বাচন বিধি। পুলিশের অনুমতি ছাড়া করা যাবে না কোনও রকম মিটিং বা মিছিল। তা সত্ত্বেও CPIM এই মিছিল বার করায় স্বভাবতই পুলিশ গিয়ে সেই মিছিল আটকে দেয়”। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই মিছিল করার জন্য CPIM-এর তরফে কোনওরকম অনুমতি নেওয়া হয়নি। যার জেরে এই মিছিল স্থগিতের নির্দেশ দিয়েছেন তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version