এই সময়, জয়নগর: মনোনয়নপত্র জমা করেছিলেন বাম সমর্থিত নির্দল প্রার্থী হয়ে। কিন্তু তারপর যে এমন হুমকির মুখে পড়তে হবে তা ভাবতেও পারেননি জয়নগর ১ ব্লকের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ব্যানার্জিচক গ্রামের ২৫৩ নম্বর বুথের প্রার্থী সুব্রত গায়েন। তাঁর বাড়িও ওই এলাকায়।

মনোনয়ন জমার পর বাড়িতে তাঁর অসুস্থ মায়ের কাছে পৌঁছল সাদা থান, ফুলের মালা ও মিষ্টি। সুব্রতর বাড়ির লোকের অভিযোগ, তৃণমূলের লোকজন এই সমস্ত জিনিস বাড়িতে পাঠিয়েছেন। সুব্রতর অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পর থেকে তাঁর কাছে নানা হুমকি আসতে থাকে। আপাতত বাড়িছাড়া সুব্রত।

Panchayat Election 2023 : মনোনয়ন প্রত্যাহারে চাপ, ‘সাদা থান’ পাঠানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এ সবের মধ্যেই তাঁর বাড়ি গিয়ে স্থানীয় কয়েকজন তাঁর বৃদ্ধা মায়ের হাতে সাদা থান ও ফুলের মালা, মিষ্টি দিয়ে হুমকি দিয়ে আসে বলে অভিযোগ। এরপর থেকে কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই প্রার্থীর পরিবার।

Panchayat Election 2023: TMC প্রার্থীর মনোনয়নে কারচুপি? দাসপুরে বিডিওকে কাঠগড়ায় তুলল BJP-CPIM
সুব্রতর স্ত্রী আরতি গায়েন বলেন, “যে ভাবে বাড়িতে থান কাপড় দিয়ে স্বামীর জন্য হুমকি দিয়ে গিয়েছে তৃণমূলের লোকজন, তাতে আমরা খুব ভয়ে ভয়ে রয়েছি।” সুব্রতর প্রতিবেশী পুতুল সর্দার বলেন, “আমার স্বামী সুব্রতর জন্য প্রচার করছিলেন। তাঁকেও ভোট নিয়ে মাতামাতি না করার জন্য হুমকি দিয়েছে তৃণমূলের লোকজন।”

Panchayat Election 2023 : মনোনয়ন প্রত্যাহারে CPIM প্রার্থীর বাড়িতে চড়াও, বসিরহাটে অভিযুক্ত তৃণমূল!
ঘটনাটি জানতে পেরে গায়েন বাড়িতে যায় জয়নগর থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা তথা চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান চণ্ডীচরণ সর্দার বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ঠিক কী হয়েছে আমরা বলতে পারব না। আমাদের প্রার্থীদের দেওয়াল লিখন চলছে। তা নিয়েই দলের লোকজন ব্যস্ত।”

Panchayat Election 2023 : বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ! তৃণমূলের বিরুদ্ধে ‘হুমকি’-র অভিযোগ চন্দ্রকোণায়
সিপিএমের জেলা কমিটির সদস্য অপূর্ব প্রামাণিক বলেন, “মনোনয়ন দিতে দেয়নি তৃণমূল। তা সত্ত্বেও যারা সন্ত্রাস উপেক্ষা করে মনোনয়ন পত্র জমা করাতে পেরেছে এখন কিছু করতে না পেরে তাদের বাড়িতে গিয়ে খুনের হুমকি দিয়ে থান কাপড়, ফুল, মিষ্টি দিয়ে আসছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version