বিজেপি প্রার্থীর আত্মীয় তথা প্রস্তাবককে কুপিয়ে খুন করার অভিযোগ। উত্তপ্ত কোচবিহার জেলার দিনহাটা। মৃত বিজেপি প্রার্থীর আত্মীয়ের নাম শম্ভু দাস। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় BJP নেতৃত্ব। অভিযোগ অস্বীকার TMC নেতৃত্বের। স্থানীয় সূত্রে খবর, সাহেবগঞ্জ থানার টিয়াদহ গ্রামের ঘটনা। বিজেপি প্রার্থীর দেওরকে খুন করার অভিযোগ উঠেছে। মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার তৃণমূলের।

Panchayat Election 2023: TMC প্রার্থীর মনোনয়নে কারচুপি? দাসপুরে বিডিওকে কাঠগড়ায় তুলল BJP-CPIM
জানা গিয়েছে, টিয়াদহ গ্রামের বিজেপি প্রার্থী বিশাখা দাসের দেওর শম্ভু দাস গতকাল রাতে বাড়ির বাইরে ঘোরাফেরা করছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা তাঁকে ধাওয়া করে। এরপর নিকটবর্তী পাট ক্ষেতে পড়ে গেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। রাতেই সাহেবগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পরেই এদিন বিজেপি প্রার্থীর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। পরিবারে পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঘটনায় কারা জড়িত, সেটা পুলিশকে খুঁজে বার করতেই হবে বলে জানান তিনি।

BJP Candidate Win Panchayat Election: মনোনয়নের ভুলে বাতিল তৃণমূল প্রার্থী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি
মৃতের বাবা নরেন দাসের অভিযোগ, রাতে খাবার পর বাড়ির বাইরে ছিল। সে সময় একদল দুস্কৃতী ধাওয়া করে। পাটক্ষেতের মধ্যে পড়ে যায়। এরপর তাকে খুন করা হয়। বিজেপি নেতা অজয় রায় বলেন, “গতকালও সাহেবগঞ্জে তৃণমূল গণ্ডগোল করেছিল। প্রার্থীদের মারধর করা হয়। এরপর রাতের বেলায় আমাদের ওই কর্মীকে তৃণমূলের দুস্কৃতীরা কুপিয়ে খুন করে। রাজনৈতিক ভাবে পেরে উঠতে না পেরেই তৃণমূল ওই খুন করেছে।”

West Bengal Panchayat Election : টাকা নিয়ে BJP-র লোককেও টিকিট দেওয়ার অভিযোগ! TMC কর্মীদের ক্ষোভের মুখে বলাগড়ের বিধায়ক
যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “যে কোনও মৃত্যু দুখঃজনক। তবে অভিযোগ ভিত্তিহীন।” ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দিনহাটায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার আগে থেকেই রাজনৈতিক উত্তাপ বেড়ে রয়েছে। শাসক দল ও বিরোধীদের মধ্যে গণ্ডগোলের খবর উঠে আসছে মাঝেমধ্যেই।

Panchayat Election : ‘যাকে পারছে ধরছে’! নিখোঁজ অনেক! চোপড়ায় ‘পুলিশি সন্ত্রাস’!

প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেই এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হওয়ার কথা উঠে আসে। দিনহাটার ওকরাবাড়িতে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ ওঠে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার মাঝেই দ্বিতীয় দিনে ফের গুলি চালনার অভিযোগ ওঠে।
জানা যায়, লিপটন হক নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালনা করা হয়। তবে ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বিষয় উঠে আসে। লিপটন হককে গুলি করার ঘটনায় তৃণমূলের অপর গোষ্ঠীর নাম উঠে আসে। গুলি চালনার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এমনকি বোমা উদ্ধার হয় এলাকা থেকে। পুলিশ জানায়, গুলি নয়, প্রাথমিকভাবে মনে হচ্ছে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version