সুপ্রিম কোর্টে গিয়েও শেষরক্ষা হল না। কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে এবারের পঞ্চায়েত ভোট। মঙ্গলবার সুপ্রিম কোর্ট রাজ্য নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গ সরকারের স্পেশাল লিভ পিটিশন খারিজ করেছে। কলকাতা হাইকোর্টের রায়ে কোনও হস্তক্ষেপ করতে রাজি হয়নি শীর্ষ আদালত। আদালতে বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরই নড়চড়ে বসল রাজ্য নির্বাচন। সব জেলায় মোতায়েনের জন্য এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে কমিশন। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

Calcutta High Court Nawsad Siddiqui : নওশাদকে দিতে হবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা! ‘বড়’ নির্দেশ বিচারপতি মান্থার
বাহিনী মোতায়েনের জন্য কমিশনের এই সিদ্ধান্ত সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণত এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে ৮০ থেকে ৮২ জন জওয়ান থাকেন। এই সামান্য সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে কী ভাবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Abhishek Banerjee : সব জেলা পরিষদে জিতবে তৃণমূল: অভিষেক
নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতি জেলায় মোতায়েনর জন্য এখন এক কোম্পানি বাহিনী চাওয়া হলেও পরবর্তীকালে স্পর্শকাতর বুথের সংখ্যা অনুযায়ী বাহিনীর সংখ্যা বাড়ানো হতে পারে। প্রথম থেকে রাজ্য পুলিশের উপর বাড়তি আস্থা প্রকাশ করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এমনকী পুলিশ আনার জন্য বেশ কয়েকটি রাজ্য সরকারের সঙ্গেও শুরু হয়েছিল আলোচনা। কিন্তু সুপ্রিম সিদ্ধান্তের পর অবস্থান থেকে পিছনে সরে আসতে হল কমিশনকে।

অন্যদিকে আজ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। দুপুর ৩টে অবধি মনোনয়ন প্রত্যাহারের সময় ছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, নির্ধারিত সময়সীমা অবধি তৃণমূল কংগ্রেস ১১০৭টি, বিজেপি ১৫০৩টি, সিপিএম ১০০৬টি, নির্দল ৬৭০টি, কংগ্রেস ৩৮৩টি ও ফরওয়ার্ড ব্লক ৩৭টি মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। সব মিলিয়ে মোট ৪ হাজার ৮৭১টি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কমিশন।

Panchayat Election : সুপ্রিমে রাজ্যের অস্ত্র শীতলখুচি, গোটা রাজ্যকে স্পর্শকাতর চিহ্নিত করার যুক্তি নিয়ে প্রশ্ন
অন্যদিকে এদিন শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। ‘ভোট মানেই সন্ত্রাসের লাইসেন্স নয়।’ রাজ্য সরকারের উদ্দেশে এদিন এই কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের রায়ে কোনও হস্তক্ষেপ করা হবে না। এর পাশাপাশি আদালত জানিয়ে দেয়, বাংলায় পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন রাজ্যের উদ্দেশে প্রশ্ন করেন, ‘বাহিনী মোতায়েনের খরচ কেন্দ্র দেবে। এতে আপনাদের সমস্যা কোথায়?’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version