বিরোধীদের মনোনয়নে প্রত্যাহার করানোর জন্য হুমকি-মারধরের অভিযোগ উঠছে একাধিক জেলায়। এবার দৌড়ে দুষ্কৃতীদের ধাওয়া করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য বাধা দিতে আসে বলে অভিযোগ। বিজেপি কর্মীদের নিয়ে দুষ্কৃতীদের দৌড় করাতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতিকে।

West Bengal Panchayat Election 2023 : &amp#39;আমরা আছি, জঙ্গলমহলে TMC-র রক্ত ঝরবে&amp#39;, মাও নামাঙ্কিত পোস্টার
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সুকদেবপুর এলাকায় বিজেপি প্রার্থীদের মনোনয়ন জোর করে প্রত্যাহার করার অভিযোগ। অভিযোগ ওঠে শাসকদলের দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনাস্থলে যান।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমাদের কাছে খবর ছিল, সুকদেবপুরে আমাদের এক প্রার্থীর বাড়িতে হামলা চালানো হচ্ছিল। আমরা কতজন দুষ্কৃতী দেখতে পাই। দুটি মোটর সাইকেল পাওয়া গিয়েছে। তার মধ্যে আবার একটি নম্বরহীন মোটর সাইকেল। আমাদের প্রার্থীকে হুমকি দেওয়া হয় মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য। এমনকি তাঁর স্বামীকে মেরে ফেলে দেব বলেও হুমকি দেওয়া হয়।” তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড করেছে বলে জানান তিনি।

WB Panchayat Election 2023 : বিধায়কের হাত ধরেই দলবদল! ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে ৫০ পরিবার
দুষ্কৃতীদের ধরতে গাড়ি থেকেই নেমেই তাড়া করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনাস্থলে এসে দুটি বাইক ও একটি গাড়িকে পাকড়াও করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূলের দুষ্কৃতীদের ধরতে লাঠি হাতে তাড়া করলেন বিজেপি কর্মী-সমর্থকরা। দৌড় দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সঙ্গে ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

Panchayat Election : বিজেপি-সিপিএম-কংগ্রেস গেল এক গাড়িতে, মনোনয়নে গুলিও
স্থানীয় বিজেপি প্রার্থী রূপালি রায় বলেন, “আমাদেরকে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বলে। আমাদেরকে হুমকি দেয়। নির্বাচনের পর আমাদের এলাকায় থাকতে দেবে না বলে হুমকি দেয়।” বেশ কিছুদিন ধরেই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
পুরো বিষয়টি সম্বন্ধে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই এলাকার মহিলা বিজেপির প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য দুষ্কৃতীরা সকাল থেকেই ধাওয়া করছে বলে অভিযোগ। মনোনয়ন তোলার জন্য ১৭৪ নম্বর আসনের বিজেপি প্রার্থীর নাম রূপালি রায়কে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

Panchayat News : মমতাই মুখ! তৃণমূলকে এগিয়ে রাখছে ‘স্বাস্থ্যসাথী’, ‘লক্ষ্মীর ভান্ডার’!

জানা গিয়েছে, পশ্চিম সুকদেবপুর থেকে দাঁড়িয়েছেন রূপালি রায়৷ এদিকে বিজেপির তাড়ায় দুষ্কৃতীরা দুটো মোটরবাইক ও একটি গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। এনিয়ে গঙ্গারামপুর থানায় সুকান্ত মজুমদার অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version