বুধবার রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীর সফরের পরেই বদলি হলেন খড়্গপুরের ডিআরএম মহম্মদ সুজাত হাশমি। বদলির সিদ্ধান্তে বাড়ছে জল্পনা। তাহলে কি রেলের আধিকারিকদের কোনও গাফিলতি ছিল? গাফিলতি থাকার কারণেই কি বদলি করা হল ডিআরএমকে, বাড়ছে জল্পনা।

How Coromandel Express Got Derailed: করমণ্ডল বিপর্যয়ে CBI-এর স্ক্যানার রেলের জুনিয়র ইঞ্জিনিয়র, কী গুরুত্বদায়িত্ব ছিল তাঁর?
চলতি মাসের ২ তারিখ খড়গপুর ডিভিশনের বাহানাগায় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। ইতিমধ্যেই ঘটনা তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। রেলের তরফেও আলাদা করে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে আমির খান নামে এক রেল কর্মীকে জিজ্ঞাসাবাদ করাছে সিবিআই। এরই মধ্যে বুধবার খড়গপুরে রুট রিলে ইন্টারলোকিং সিস্টেম খতিয়ে দেখতে এসেছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Coromandel Express Accident Reason : করমণ্ডল দুর্ঘটনায় বঙ্গ যোগ, রেল কর্মী আমির খানকে জিজ্ঞাসাবাদ CBI-এর
রেলমন্ত্রীর পরিদর্শনের পরেই আজ বদলির নির্দেশ দেওয়া হল ডিআরএমকে। খড়গপুর ডিভিসনের নতুন ডিআরএম হতে চলেছেন কে আর চৌধুরী। তিনি এতদিন দায়িত্ব সামলেছেন উত্তর-পশ্চিম রেলের রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের। তবে রেলমন্ত্রীর পরিদর্শনের পরেই কেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে বদলির নোটিশ ধরানো হল, উঠছে প্রশ্ন।

Odisha Train Accident : ফিকে হয়নি করমণ্ডল দুর্ঘটনার বিভীষিকাময় স্মৃতি, ফের সেই ওডিশাতেই লাইনচ্যুত ট্রেন
যদিও গতকাল রাজ্যে এসে করমণ্ডল দুর্ঘটনা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। গতকাল রেলমন্ত্রী জানান, রেলের কমিশন অফ রেলওয়ে সেফ্‌টি-র তরফে পৃথক ভাবে করমণ্ডল দুর্ঘটনার একটি তদন্ত প্রক্রিয়া চলছে। রেল প্রযুক্তিগত কোনও ত্রুটি ছিল কিনা তা তদন্ত করে দেখছে। পাশাপাশি, সিবিআই দুর্ঘটনার তদন্ত করছে। এই সব তদন্তের মাঝে এখনই এ নিয়ে আমার কিছু বলা উচিত হবে না বলে জানান রেলমন্ত্রী।

Coromandel Express News: এখনও মেলেনি হদিশ, ছেলেদের অপক্ষায় দুই পরিবার

তবে বিষয়টি নিয়ে কোনও গাফিলতি রয়েছে বলে এর আগেও একাধিক বার দাবি করেছিল বিরোধীরা। এমনকি কিছুদিন আগে দুই রেলকর্তার ফোনের কথোপকথন অডিও (সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) ফাঁস করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। রেলের অফিসারদের একের পর এক বদলি নিয়ে এদিন কুণাল তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লেখেন, ” বালেশ্বরে বাহানাগা বাজারের কাছে তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষ ও মৃত্যু মিছিলের পর আজ আচমকা ঢালাও রেলে বদলি। যদি নিজেদের গাফিলতি না থাকবে তাহলে এত বড় বদলি কেন?”
রেলের দুই কর্তার কথোপকথন ফাঁস করার পর তৃণমূল মুখপাত্রকে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি বিষয়ে নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান হয়। এদিন তার প্রত্যুত্তরে কুণাল ঘোষ জানান, ” কেন্দ্রের সার্কুলার আমাদের কাছেও আসে। অডিও ক্লিপ ফাঁস নিয়ে যে এত হুমকি আর কাঠি দিলে, তার কিছু এগলো?” যদিও বিষয়টি নিয়ে রেলের আধিকারিকরা নির্দিষ্ট করে কিছু বলতে চাননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version