Panchayat Election 2023 : নির্দল কাঁটা পিছু ছাড়ছে না শাসক দলের। দলের নির্দেশ মেনে মনোনয়ন না তোলায় কড়া পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। একের পর এক জেলায় নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়া তৃণমূল কর্মীদের বহিষ্কার করছে দল। একই পদক্ষেপ একদা অনুব্রত গড় বীরভূম জেলাতেও। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে সেই সব প্রার্থীদের বিরুদ্ধে। ত্রিস্তর নির্বাচন প্রাক্কালে ৩০ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে দল থেকে বহিষ্কার করল বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি। এদিন সাংবাদিক বৈঠক করে এই সমস্ত তৃণমূল নেতৃত্বকে বহিষ্কার করার কথা ঘোষণা করলেন জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী এবং বিধায়ক অভিজিৎ সিনহা।

WB Panchayat Election : হাসপাতালে শুয়েও কেষ্টবন্দনা! বাবার &amp#39;খুন&amp#39; ভুলে পাড়ুইয়ের হৃদয় এখন &amp#39;দাদার অনুগামী&amp#39;
ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তপ্ত বীরভূম। দলের জেলা সভাপতি বর্তমানে তিহার জেলে। এমত অবস্থায় তৃণমূলের কর্মী অনেক কর্মীরাই দলীয় সিম্বলের টিকিট না পাওয়াই নির্দল প্রার্থী হয়েছে। বীরভূম জেলায় প্রায় ৩০ জন তৃণমূলের কর্মীরা নির্দলের হয়ে প্রতিদ্বন্দ্বী করছে। এই ৩০ জন তৃণমূল কর্মীকে দল থেকে বহিষ্কার করল জেলা তৃণমূল নেতৃত্ব।

Panchayat Election 2023 : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন BJP প্রার্থী! জিতেই যোগ দিলেন তৃণমূলে, ভোটরঙ্গ বীরভূমে
বীরভূমের খয়রাশোল, দুবরাজপুর, মুরারয়, সিউড়ি, রামপুরহাট এবং রাজনগর এই ছটি ব্লক থেকে ৩০ জন তৃণমূল কর্মী নির্দল এ মনোনয়ন জমা দিয়েছেন। দলগতভাবে এই সমস্ত তৃণমূল কর্মীদের সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল মনোনয়ন প্রত্যাহার করার জন্য। তবুও তারা নির্দল হয়েই তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী করছে।

Panchayat Vote 2023 : কেষ্ট ছাড়াই বাজিমাত! বীরভূমে নির্বাচন ছাড়াই আরেক পঞ্চায়েতে জয় ঘাসফুলের
খুব স্বাভাবিকভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩০ জন তৃণমূল কর্মীকে দল থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করল জেলা তৃণমূল নেতৃত্ব। একাধিক জেলাতেই নির্দল প্রার্থী নিয়ে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। নির্দল হয়ে দাঁড়ালে যে কোনওভাবেই রেয়াত করা হবে না, সেটা আগেই নব জোয়ার কর্মসূচিতে গিয়ে ঘোষণা করে দিয়ে এসেছিলেন তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Panchayat Election News: ভোট আসে, ভোট যায়… জীবন আটকে সেই কাঁটাতারে

প্রসঙ্গত, মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর দলের শীর্ষ নেতৃত্ব কালীঘাটে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠকে বসে। সেখানেই জানিয়ে দেওয়া হয়, যে সব তৃণমূল নেতৃত্ব দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, তাঁদের বহিষ্কার করা হবে। মনোনয়ন তুলে নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পরেও যাঁরা তুলছে না, তাঁদের শেষ পর্যন্ত দলে জায়গায় হবে না। সেরকমই পথে একের পর এক জেলায় হাঁটতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version