পঞ্চায়েত নির্বাচনে গ্রাম বাংলা দখলের যুযুধান লড়াই। মাঠে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলগুলি। এই অবস্থায় উত্তর ২৪ পরগনায় ধরা পড়ল এক অন্য ছবি। রাজনীতির সঙ্গে পেশাকে না মিলিয়ে তৃণমূলের দেওয়াল লিখলেন বিজেপি প্রার্থী। পেশা দেওয়াল লিখন হলেও নেশা রাজনীতি। কিন্তু তা বলে অন্ন সংস্থানের একমাত্রা রাস্তাকে মোটেও খাটো করা নয়। রং তুলি দিয়ে দেওয়ালের ক্যানভাসে তৃণমূল প্রার্থীদের ফুটিয়ে তুলছেন এই বিজেপি প্রার্থী।

Panchayat Poll 2023 : রুজিরুটির সওয়াল! তৃণমূল-বিজেপি প্রার্থীদেরও দেওয়াল এঁকে দিচ্ছেন সিপিএম প্রার্থী
পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসে, দেওয়াল লিখনে ততই অভিনবত্বের ছোঁয়া চারদিকে। উত্তর ২৪ পরগনার বসিরহাটে ধরা পড়ল এক অন্য ছবি। নেপথ্যে বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের সংগ্রামপুরের ১৭ নম্বর বুথের বিজেপি প্রার্থী নিলয় চক্রবর্তী। একদিকে দেওয়াল লিখন তাঁর পেশা। অন্যদিকে এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক ময়দানে নেমেছেন গ্রাম সভার বিজেপি প্রার্থী হয়ে।

অন্যদিকে এই ১৭ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী সাধনা সরকার। একদিকে তিনি যখন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, তখন তাঁর দেওয়াল লিখছেন বিপক্ষ বিজেপির প্রার্থী। তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের বরাত পেয়েছেন তিনি। সংগ্রামপুর শিবাটি পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় সেই ছবি দেখা গেল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অবাক ওই গ্রামের বাসিন্দারা। ছোট্ট ছেলে শুভকে নিয়ে নিজেই বিজেপির পতাকা লাগিয়ে বেড়াচ্ছেন নিলয়। এভাবেই চলছে তাঁর প্রচার।

Panchayat Election 2023 : মা লড়ছেন পঞ্চায়েতে, পড়াশোনার ফাঁকেই রং-তুলি নিয়ে হাজির ক্ষুদে শিল্পী
বিজেপি প্রার্থী নিলয় বলেন, ‘আমি একজন শিল্পী, শিল্পের প্রাধান্য আমার কাছে সবার আগে। কারণ এটাই আমার একমাত্র পেশা। রাজনৈতিক সৌজন্যবোধের মধ্য দিয়ে এখানে শিল্পীর শিল্পকলা ফুটিয়ে তুলতে আমি নেমেছি। লড়াই হবে ভোটের দিন। রাজনৈতিক লড়াইয়ের ময়দান সম্পূর্ণ আলাদা। তার সঙ্গে এসবের কোনও যোগাযোগ নেই।’

অন্যদিকে তৃণমূল প্রার্থী নমিতা সরকার বলেন, ‘আমরা উন্নয়নের পক্ষে মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি। এখানে কোনও ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। মরা এক জায়গায় বসবাস করি। এখানে ড্রেন, নিকাশি ব্যবস্থা, পানীয় জল রাস্তারও একটু সমস্যা আছে, জিতলেই সেটা করে দেব। জেতার ব্যাপারে আমি ১০০ শতাংশ আশাবাদী।’

WB Panchayat Election 2023 : ‘উন্নয়নই আসল’, ছেলেকে হারাতে তৃণমূল প্রার্থীর প্রশংসায় ‘পঞ্চমুখ’ মা!
এই রাজনৈতিক সৌজন্য নিয়ে গ্রামবাসী রাজু ঘোষ বলেন, ‘একই জায়গায় তৃণমূল ও বিজেপি প্রার্থীর বাড়ি, মানুষ যাকে ভালবাসবে তাকে ভোট দেবে। এক জায়গায় বসে চায়ের দোকানে আমরা চা খাই গল্প করি এখানে একে অপরের মধ্যে সৌজন্যবোধ আছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version