ইডি নোটিশ পাওয়ার পর থেকেই নাকি খোঁজ মিলছে না যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের। ইডি-এর নোটিশ আসার পর তাঁকে দেখা যায়নি কোনও দলীয় কর্মসূচিতে। এমনকী বুধবার বেলেঘাটা ৩৩ পল্লীর খুঁটি পুজোয় আসার কথা থাকলেও সেখানেও যাননি যুব তৃণমূলের সভানেত্রী। কোথায় গেলেন অভিনেত্রী? কেন যোগাযোগ করা যাচ্ছে না তাঁর সঙ্গে? সায়নীর এভাবে বেপাত্তা হয়ে যাওয়া নিয়ে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। জানালেন কী হয়েছে সায়নী ঘোষের।

হুগলির বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সম্পত্তি প্রসঙ্গে তদন্তে নেমে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে সায়নীকে জেরা করতে চায় ইডি কর্তারা। তদন্তকারী সংস্থার তরফে শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। এই নোটিশ আসার পর থেকেই যোগাযোগ করা যাচ্ছে না অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়নীর সঙ্গে। সূত্রের খবর, নোটিশের পর থেকে নাকি গলফ গ্রিনের ফ্ল্যাটেও ফেরেননি তিনি। সায়নী যে বাড়িতে নেই এমটাই দাবি করে তাঁর ফ্ল্যাটের কেয়ারটেকার। গত ২৪ ঘণ্টায় তাঁকে নাকি দেখাই যায়নি। দলের হোয়াটস গ্রুপেও নিশ্চুপ রয়েছেন নেত্রী বলে সূত্রের দাবি।

Saayoni Ghosh : ‘সায়নী…’, প্রিয় সহকর্মীর ইডি তলব নিয়ে মুখ খুললেন মন্ত্রী মানস ভুঁইয়া

এই জল্পনার মাঝে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীকে নিয়ে কুণাল ঘোষ বলেন, সায়নী ঘোষ সম্ভবত উলটো রথ উপলক্ষে উপোস করেছিলেন। সারাদিন কোনও কিছু না খাওয়ার কারণে দুর্বল হয়ে পড়েছেন। যদিও বিষয়টি নিয়ে তিনি নিশ্চিত নন। এটি তাঁর অনুমান বলেও জানান।

Srikanta Mahata On Saayoni Ghosh : ‘সায়নীরা লুটেপুটে খাচ্ছে!’ মন্তব্য করা শ্রীকান্ত মুখ খুললেন যুবনেত্রীর সমন প্রসঙ্গে

সায়নীকে নিয়ে চলা জল্পনা বন্ধ করতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন, ‘উল্টোরথ গেল, জগন্নাথ দেবের পুজোর জন্য উপোস করেছিল হয়ত। বলতে পারব না। ব্যাপার আছে। সেই জন্য হয়তো ওকে পাওয়া যাচ্ছে না।’ কর্মসূচিতে না থাকার কারণ হিসেবে তিনি বলেন, ও যদি পুজোর জন্য উপোস করে তাহলে দুর্বল লাগলে জেলায় গিয়ে হাঁটবেন নাকি! তবে আমার সঙ্গে কথা হয়নি। আমার ধারণা সায়নী উলটোরথে উপোস করেছিলেন, দুর্বল আছেন।’

Saayoni Ghosh News : নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিনেত্রী সায়নী ঘোষকে তলব ED-র

উল্লেখ্য, বুধবারই সামনে আসে সায়নী ঘোষকে নোটিশ পাঠিয়েছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তলের সঙ্গে যোগ নিয়ে সায়নীকে প্রশ্ন করা হতে পারে বলে খবর। শুক্রবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার পর তাঁর কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। সায়নী শুক্রবার ইডি-এর অফিসে হাজিরা দেবেন কিনা তাও এখনও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। পঞ্চায়েতের আগে ইডি-এর নজরে সায়নী, রাজ্য রাজনীতিতে শোরগোল তুঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version