Stamp Collection : পেশায় বর্তমানে তিনি ভূমি অধিগ্রহণ দফতরের চুক্তিভিত্তিক চাকুরিজীবী। তবে, নেশা ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের ডাকটিকিট সংগ্রহ করা। কলেজে পড়াশোনা চলাকালীন ১৯৭৩ সাল থেকে টিকিট সংগ্রহ করা শুরু করেছিলেন। কলেজ পড়ুয়া বন্ধুর সংগ্রহ দেখে সেই সময় ডাকটিকিট জমানোর প্রেরণা পেয়েছিলেন আলিপুরদুয়ার পুরসভার অরবিন্দনগর এলাকার বাসিন্দা সুহৃদ মুখোপাধ্যায়।

Alipurduar District Hospital : তৃণমূলের শ্রমিক সংগঠনে বড় ফাটল! আলিপুরদুয়ারে কংগ্রেসের হাত ধরল ২০০ স্বাস্থ্যকর্মী
ধীরে ধীরে তাঁর জমানো টিকিট সংগ্রহশালায় পরিণত হয়েছে। যেখানে ভারতবর্ষ সহ বিশ্বের মোট ৪৩ টি দেশের ৪৬২ টি ডাকটিকিট সংগ্রহ করেছে তিনি। একেবারে সংগ্রহশালার ধাঁচে আলাদা আলাদা পাতায় আলাদা আলাদা দেশের নাম লিখে রাখা রয়েছে খুব যত্ন সহকারে। আর সেই সংগ্রহ করা দুর্লভ ডাক টিকিটের সম্ভার দেখতে অনেকেই আসেন তাঁর বাড়িতে।

Alipurduar News : ওরাও শিক্ষার আলো পাক! দুঃস্থ পড়ুয়াদের জন্য সঞ্চিত অর্থ তুলে দিলেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী
আগামীতে সেই সম্ভার আরও বাড়ানো যায় কি না, সেই নিয়েও চিন্তায় রয়েছে সুহৃদ মুখোপাধ্যায়। কারণ? সকলেরই জানা। বর্তমানে মোবাইলের যুগে ডাকযোগের ব্যবহার অনেকটাই কমে গিয়েছে। আর তাঁর ফলেই আগামী দিনে কোথাও ডাকটিকিটের চল থাকবে কিনা সেই বিষয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।
বছর ৬৬টির সুহৃদ মুখোপাধ্যায় বলেন, “যখন কলেজ পড়াশোনা করতাম, সেই সময় আমার এক বন্ধুকে দেখতাম সে, সেই সময় ডাকটিকিট সংগ্রহে রাখতো। সেটা দেখে আমারও খুব ইচ্ছে হয়েছিল আমিও ডাকটিকিট সংগ্রহ করা শুরু করবো। তখন থেকেই আমি সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছিলাম। পরবর্তীতে সেটা নেশায় পরিণত হয়।”

Alipurduar Panchayat Election : বৃষ্টি থামলেও জল থৈ থৈ আলিপুরদুয়ার, নৌকায় চেপে প্রচার সারলেন TMC প্রার্থী
১৯৭৩ সাল থেকে প্রায় ৫০ বছর ধরে ডাকটিকিট সংগ্রহ করেছেন তিনি। কিন্তু বিদেশের ডাক টিকিট পেলেন কী করে? তিনি জানান, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, তাদের আত্বিয়রা অনেকেই বিদেশে থাকতো। সেই সময় চিঠির মাধ্যমেই কথা আদান প্রদান হতো। যখনি বিদেশ থেকে চিঠি আসত। তখনই ডাকটিকিট গুলো সংগ্রহ করে রাখতেন তিনি।

Alipurduar News: ৫ দিনের অপেক্ষা শেষে সন্তান এল মায়ের কোলে!

এই ভাবে ভারতবর্ষ সহ মোট ৪৩ টি দেশের সর্বমোট ৪৬২ টি ডাকটিকিট আমার সংগ্রহে রয়েছে। আমার কাছে ভারতবর্ষ সহ নেপাল, নেদারলান্ড, বাংলাদেশ, ইতালি, ইজিপ্ট, পর্তুগাল, হংকং,পাকিস্তান, ইরাক, ইরান, চীন, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, ফিনল্যাণ্ড, কোস্টা রিকা, ব্রাজিল সহ আরো অনেক দেশের ডাকটিকিট সংগ্রহ রয়েছে। যা বর্তমানে এক প্রকার সংগ্রহশালায় পরিণত হয়েছে।

এমনকি, ভারতবর্ষের মধ্যে হিমালয়ান পান্ডা, লাল বাহাদুর শাস্ত্রী, সরোজিনী নাইডু, জওহরলাল নেহেরু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডান্ডি মার্চ, কোকোনাট রিসার্চ এর ডায়মন্ড জুবিলীর ডাকটিকিটও সংগ্রহে রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়া, ইউএসএ-এর জর্জ ওয়াশিংটন, আইনস্টাইন, ফ্রাঙ্ক লয়েড রাইট এর যেমন ডাকটিকিট সংগ্রহে রয়েছে. তেমনি বাংলাদেশের বাঘের ডাকটিকিট, ইতালিতে অনুষ্ঠিত ১৭ তম অলিম্পিক এর ডাকটিকিট, বিভিন্ন বিখ্যাত মনীষীদের ডাকটিকিটও রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version