West Bengal Panchayat Polls : দিনহাটার গিতালদহে জারিধরলা গ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। গিতালদহের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতরা এলাকায় BJP সমর্থক বলে পরিচিত। যদিও BJP-র দাবি, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তাই BJP কর্মীদের হেনস্থা করা হচ্ছে। এদিকে, তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, ‘BJP আশ্রিত দুষ্কৃতীরা ওই হামলা চালিয়েছে। তাই পুলিশ হামলাকারীদের তো গ্রেফতার করবেই। এই ঘটনায় আরও যারা জড়িত তাদেরও গ্রেফতার করা উচিত’।

Udayan Guha : ‘বাংলাদেশ থেকে দুষ্কৃতী এনে হামলা করেছে…’, দিনহাটা কাণ্ডে বিস্ফোরক উদয়ন
কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, ‘জারিধরলা গ্রামের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার ভোররাতে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার গিতালদহের জারিধরলা গ্রাম। রাতে প্রচার চালানোর পর সেদিন সকালে কলাবাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন তৃণমূল কর্মী বাবু হক।

Coochbehar Panchayat Election : মমতার সভার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কোচবিহারে গুলি, নিহত তৃণমূল কর্মী
হঠাৎই পাটক্ষেত থেকে বাবু হককে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাতে তিনি জখম হয়ে রাস্তায় পড়ে যান। গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আরও কিছু তৃণমূল কর্মী। এরপর কয়েক রাউন্ড গুলি চালালে ৭ জন আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে মৃত বাবু হককে ঘটনাস্থলে রেখেই আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

West Bengal Panchayat Election : দিনহাটায় ভোররাতে গুলিতে নিহত TMC কর্মী, তড়িঘড়ি রিপোর্ট তলব কমিশনের
বর্তমানে তাঁরা কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বাংলাদেশি যোগও চলে আসে! উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘BJP প্রতিবেশি রাষ্ট্র থেকে দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে’। পাশাপাশি কিভাবে BSF থাকা সত্বেও কিভাবে দুষ্কৃতীরা এই দেশে প্রবেশ করে গুলি চালিয়ে ওপারে পালিয়ে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

WB Panchayat Nisith Pramanik: ‘গীতালদহের মৃত তৃণমূল কর্মী আসলে বাংলাদেশি, আন্তর্জাতিক অপরাধী…!’ সাংবাদিক বৈঠকে আক্রমণ নিশীথ প্রমাণিকের
অপরদিকে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সাংবাদিক বৈঠক করে অভিযোগ করে বলেন, ‘গিতালদহে গুলিতে নিহত তৃণমূল কর্মী বাবু হক আন্তর্জাতিক অপরাধী। তার ভারতের আধার কার্ড যেমন রয়েছে। তেমনই বাংলাদেশের ভোটার কার্ড রয়েছে’। এই তরজার মধ্যে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।

Panchayat Vote : ২৪ ঘণ্টার মধ্যে ফের গুলি গিতালদহে, TMC প্রার্থীর ভাইয়ের পেট ফুঁড়ে বেরিয়ে গেল বুলেট
এই বিষয়ে ক্ষোভ জানিয়ে স্থানীয় এক BJP নেতা বলেছেন, ‘পুলিশ এখন আর পুলিশ নেই। তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে। এই খুন হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। আর বেছে বেছে BJP কর্মী সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে, হেনস্তা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমরা আদালতে যাব। গ্রেফতার হওয়া কর্মীদের পাশে সর্বক্ষণ থাকবে দল’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version