এই সময়: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকার বদলে আড়াই হাজার টাকা করার পক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে পঞ্চায়েত নির্বাচনের ইস্তাহার প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মোট পাঁচ দফা প্রতিশ্রুতি এই ইস্তাহারে প্রদেশ কংগ্রেসের তরফে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বহরমপুরে কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করে অধীর বলেন, ‘কংগ্রেস শাসিত রাজ্যে মহিলাদের স্বনির্ভর করতে দু’হাজার থেকে আড়াই হাজার টাকা দেওয়া হয়। পশ্চিমবঙ্গেও মহিলাদের আড়াই হাজার টাকা প্রদানের দাবিতে কংগ্রেস লড়াই করবে।’

Adhir Chowdhury WB Panchayat Election:পঞ্চায়েত নির্বাচনে ফের দফা বাড়ানোর দাবি, আদালতে যাচ্ছে কংগ্রেস
বঙ্গ বিজেপিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু’হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেসও একই ধরনের প্রতিশ্রুতি দেওয়ায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু জনমুখী প্রকল্প সারা দেশ অনুসরণ করছে। এখানে প্রদেশ কংগ্রেস একদিকে তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেই অনুসরণ করছে, আবার তৃণমূল সরকারের সমালোচনাও করছে।

WB Panchayat Election : ‘বকরি ইদ মিটলে বোমা-পিস্তল নিয়ে নামব…’, বিতর্কিত মন্তব্য অধীরের
দ্বিচারিতায় ভুগছে কংগ্রেস।’ ইস্তাহারে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ারও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। পঞ্চায়েত পরিচালনায় তফসিলি জাতি ও উপজাতিদের আরও গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন অধীর। এছাড়া ইস্তাহারে পঞ্চায়েত এলাকায় সর্বত্র পানীয় জল, রাস্তায় আলো এবং রাস্তা সংস্কার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস, ‘এবার আর ভুল নয়, আর কোনও ফুল নয়’–এই স্লোগান নিয়ে লড়াই চালাবে বলে অধীর জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version