বঙ্গ বিজেপিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু’হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেসও একই ধরনের প্রতিশ্রুতি দেওয়ায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু জনমুখী প্রকল্প সারা দেশ অনুসরণ করছে। এখানে প্রদেশ কংগ্রেস একদিকে তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেই অনুসরণ করছে, আবার তৃণমূল সরকারের সমালোচনাও করছে।
দ্বিচারিতায় ভুগছে কংগ্রেস।’ ইস্তাহারে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ারও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। পঞ্চায়েত পরিচালনায় তফসিলি জাতি ও উপজাতিদের আরও গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন অধীর। এছাড়া ইস্তাহারে পঞ্চায়েত এলাকায় সর্বত্র পানীয় জল, রাস্তায় আলো এবং রাস্তা সংস্কার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস, ‘এবার আর ভুল নয়, আর কোনও ফুল নয়’–এই স্লোগান নিয়ে লড়াই চালাবে বলে অধীর জানান।