বকরি ইদের দিনই শুরু হল দুর্গাপুজো। সম্প্রীতির বার্তাকে সামনে রেখেই অভিনব পদক্ষেপ বরাহনগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের। মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় উৎসবের দিনেই হিন্দুদের সেরা উৎসব দুর্গাপুজোর শুভারম্ভ। খুঁটিপুজোই নয়, বরং এই পুজোর প্রতি আচারেই এদিন ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির ছোঁয়া।

Durga Puja 2023 : হাবড়াতেও এবার ডিজনিল্যান্ড, টক্কর দেবে শ্রীভূমিকে?

বরানগরের এই এলাকা যেন সর্বধর্ম সমন্বয়ের প্রতীক। হিন্দু, মুসলিম, ক্রিশ্চান একাধিক সম্প্রদায়ের মানুষ এখানে মিলেমিশে থাকেন। হিন্দুদের উৎসবে মুসলিম সম্প্রদায়ের মানুষকেও সামিল করে নিয়েছেন এই পুজো উদ্যোক্তারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এদিন সিঁথি সার্কাস ময়দানের কাছে শ্রী শ্রী কাশীশ্বর শিব মন্দিরে দুর্গোৎসবের ভূমি পুজো ও কাঠামো পুজোর পাশাপাশি এক মুসলিম কন্যাকে কুমারী রূপেও পুজো করা হয় এদিন। ছয় বছরের ক্লাস ওয়ানের ছাত্রী রিমশা আলি ছিলেন এদিনের পুজোর কুমারী।

Durga Puja 2023 : টুইন টাওয়ার বানিয়ে রাজ্যজুড়ে হইচই, এবারের দুর্গাপুজোয় কল্যাণীর সেই ক্লাবের থিম কী?

এখানেই শেষ নয়, এই বারোয়ারি পুজোর প্রতি আচারেই ছিল ধর্মীয় ভেদাভেদ ভুলে ঐক্যের বার্তা। এদিন দুর্গাপুজোর খুঁটিপুজোর রীতি অনুসারে লাল পেড়ে গরদের সাদা শাড়ি পরে হিন্দু মহিলাদের সঙ্গে সামিল ছিলেন বোরখা পরিহিতা মুসলিম নারীরাও। সবাই একসঙ্গে মিলে দুর্গাপুজোর সূচনা জন্য যৌনপল্লী থেকে মাটিও নিয়ে আসেন। পুজোয় দুর্গা প্রতিমা তৈরির জন্য তাঁরা একসঙ্গে তা পুজোয় অর্পণও করেন। হিন্দুদের সেরা উৎসব দুর্গাপুজোয় শুধু মুসলিম সম্প্রদায়ই নয়, সব সম্প্রদায়ের মধ্যেই মৈত্রী বন্ধনের বার্তা দিতে চেয়েছে বরাহনগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। তাদের পুজোয় এদিন ঢাক বাজানোর দায়িত্বে ছিলেন পাড়ার খ্রিস্টান ধর্মালম্বী ফাদারও।

Durga Puja Tour Package Offer: টাকা ছাড়াই পুজোর ট্যুর প্যাকেজ বুক, দুরন্ত অফার NBSTC-এর

এবছর বরাহনগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো ৭৫ বছরে পা দিচ্ছে। তাই পুজোর প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে সম্প্রীতি বার্তা ছড়িয়ে ধর্মের হানাহানির বিষকে নিঃশেষ করতে অভিনব উদ্যোগ এই পুজো উদ্যোক্তাদের। এবছর তাদের থিম ভাবনা অর্ধনারীশ্বর। শিল্পী মিন্টু পাল প্রতিমা সহ মণ্ডপে ফুটিয়ে তুলবেন গোটা পরিকল্পনা। ক্লাব সভাপতি অজয় ঘোষ জানান, এ বাংলা রবীন্দ্রনাথ বিবেকানন্দের বাংলা, এ বাংলাতে ভেদাভেদ চলে না। আর তাই সব থেকে বড় উৎসব, দুর্গাপুজোর মধ্য দিয়েই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই অভিনব উদ্যোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version