Bhangar Panchayat Election : পঞ্চায়েত নির্বাচন শুরুতেই হটস্পট ভাঙড়। এদিন শুরু থেকেই ভাঙড়ের একাধিক জায়গা থেকে অশান্তির খবর উঠে আসতে থাকে। ভাঙড় ২-এ চকমরিচায় আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। এছাড়াও বোমার আঘাতে জখম এক তৃণমূল কর্মী। আনা হয়েছে আরজিকর হাসপাতালে। ভাঙড়ের বাসিন্দা আজহার মোল্লা।

West Bengal Panchayat Elections 2023 : পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই কেন? পরিদর্শনে বেরিয়েই বিক্ষোভের মুখে রাজ্যপাল
গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় এলাকা উত্তপ্ত রয়েছে বলে খবর। ঘটনাস্থলে আহতকে চিকিৎসার জন্য জিরানগাছায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও ভাঙড় ২- এ চক মরিচকে ১৬৪ বুথে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে গুলিবিদ্ধ হয় আইএসএফ দুই কর্মী এবং একজন তৃণমূল কর্মী আহত হয়। ব্যাপক বোমাবাজি হয়। একাধিক বোমা রাস্তার পাশে যেমন ফাটে, অনেক তাজা বোমা আশেপাশে পড়েও থাকে। ঘটনাস্থলে পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এলাকা থমথমে। আহতদের জিরানগাছা ও কলকাতা হাসপাতালে চিকিৎসা জন্য নিজানো হয়েছে

West Bengal Election 2023 : নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন! ভোট শুরুর আগেই কদম্বগাছিতে উত্তেজনা
শুরু থেকেই নজর রয়েছে ভাঙড় এলাকার উপর। ভোটের আগে মনোনয়ন পর্বের সময় থেকেই উত্তপ্ত হয়েছিল ভাঙড়ের পরিস্থিতি। মনোনয়ন পর্বের মধ্যে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় একজন ISF কর্মী এবং একজন তৃণমূল কর্মী মারা যায় বলে জানা যায়।

West Bengal Gram Panchayat: ব্যালটের হিসাব চেয়ে না মেলায় বক্স ছুড়ে ফেলা দেওয়া হল পুকুরে, অভিযোগ বনগাঁয়
ভোটের দিনেও সকাল থেকে অশান্তি শুরু হয় ভাঙড় এলাকায়। তৃণমূল এবং আইএসএফের কর্মীরা অশান্তিতে জড়িয়ে পড়ে। প্রসঙ্গত, ভাঙড় বিধানসভা এলাকায় রয়েছে দু’টি ব্লক। এর মধ্যে ভাঙড়-১ এবং ভাঙড় ২ মধ্যে দু’নম্বর ব্লকেই লড়াই হচ্ছে নির্বাচনের। যার মধ্যে ভাঙড়-১ পঞ্চায়েত সমিতির ২৭টি আসনই নির্বাচন হওয়ার আগেই বিরোধী প্রার্থী না থাকায় কারণে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে তৃণমূল কংগ্রেস।

WB Panchayat Vote 2023 : ‘অ্যাকাউন্টে টাকা না-ঢুকলে ভোটে যাবো না’!

অন্যদিকে, ভাঙড়-১ ব্লকের মোট ন’টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সব আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ভাঙড়-২ ব্লকে রয়েছে মোট ১০টি গ্রাম পঞ্চায়েত আসন। এই আসন গুলোতে পঞ্চায়েত নির্বাচন লড়াই হবে। পাশাপাশি, পঞ্চায়েত সমিতিতে রয়েছে ৩০টি আসন। তার মধ্যে ১৪টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই দখল করে নিয়েছে তৃণমূল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version