পঞ্চায়েত ভোট শুরু হতে জেলায় জেলায় বেপরোয়া সন্ত্রাসের ছবি। ভোট শুরু হতেই ডায়মন্ড হারবারে চরম উত্তেজনা। ডায়মন্ড হারবার ১ ব্লল্কের বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার ১৭১ ও ১৭২ নম্বর বুথে সিপিএম এজেন্টদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।

অন্যদিকে । শুক্রবার রাতে ছাপ্পা মারার অভিযোগ। ভোটকর্মীদের আটকে রেখে ও ভয় দেখিয়ে ছাপ্পা মারার অভিযোগ বিরোধীদের। শনিবার সকালেই ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই বুথে। সেখানে মোতায়েন থাকা পুলিশ ও ভোটকর্মীদের মারধর করা হয় বলে।

WB Panchayat Election Ballot Paper: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যালট পেপার! নকল ছাপানোর অভিযোগ বিরোধীদের
এদিন সকালে সেখানে আসেন বিরোধী দলের কর্মী-সমর্থকরা। তখনও পুলিশকে মারধর করা হয়। কয়েকজন পুলিশকর্মীর মেরে মাথা ফাটিয়ে দেওযা হয়। তারপরই রাতে ছাপ্পা মারা ব্যালট পেপার বাইরে ফেল দেন বিরোধী দলের সমর্থরা। এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। ভাইরাল হওয়া ভিডিয়োতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘তৃণমূলের ছেলেরা রাতেই ছাপ্পা মেরেছে। সরকারি কর্মী, অফিসার ও পুলিশকে মারধর করা হয়েছে। আমরা সকালে এসে সেই ব্যালট বক্স বাইরে ফেলে দিয়েছি।’ তবে ওই ব্যক্তি কোন দলের সমর্থক, ভাইরাল ভিডিয়োতে তার কোনও উল্লেখ নেই।

West Bengal Gram Panchayat: ব্যালটের হিসাব চেয়ে না মেলায় বক্স ছুড়ে ফেলা দেওয়া হল পুকুরে, অভিযোগ বনগাঁয়
আরও একটি ভিডিয়োতে দেখা গিয়েছ, দাউদাউ করে করে জ্বলছে ব্যালট পেপার। রাতে ছাপ্পা মারার অভিযোগে সেই ব্যালট পেপারগুলিতে আগুন ধরিয়ে দেয় বিরোধীরা। সেখানে অনেকগুলির ব্যালটে তৃণমূলের প্রতীকের উপর ভোটের ছাপ দেখা গিয়েছে। এই ভিডিয়ো সামনে আসার পর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

ভিডিয়োতে এক পুলিশকর্মীকে কাতরভাবে বলতে শোনা যায়, ‘রাতে এখানে অনেক লোকজন ঢুকে পড়েছিল। বোমা-বন্দুক দেখিয়ে আমাদের খুন করার হুমকি দেওয়া হয়। আমাদের মারধর করা হয়। আমরা কোনও প্রতিরোধ করতেই পারিনি। প্রাণের ভয় রয়েছ।’

West Bengal Panchayat Election: ‘তৃণমূল পার্টি থেকে বলেছে তাই ভোট দিতে এসেছি’, পোস্টাল ব্যালটের ছাপ্পার অভিযোগ
দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারাবারে সন্ত্রাসের অভিযোগ করেছিল বিরোধীরা। তার এই ছবি সামনে আসায় ফের সেই দাবি জোরাল হয়েছে। ডায়মন্ড হারবারের খোলাখালিতে একই অভিযোগ সামনে এসেছে। ভোট দিতে এসে ভোটাররা দেখেন, তাদের ভোট পড়ে গিয়েছে। রাতের অন্ধকারে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা মারার অভিযোগ উঠেছে। সেখানেও ইতি উতি ব্যালট পেপার পড়ে থাকতে দেখা গিয়েছে। স্থানীয় ভোটাররা পুলিশি নিষ্ক্রিতার দিকে অভিযোগে তুলেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version