কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৪ শতাংশ। শনিবার কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে বাড়বে গরম। পাশাপাশি জলীয় বাষ্পের জন্য বাড়বে অস্বস্তি। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়াতে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। যদিও শনিবার নয়, সোমবার থেকে বদলাতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
যদিও ভারী বৃষ্টি হবে না বলেই জানা গিয়েছ। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে রবিবার হতে পারে বৃষ্টিপাত।
ঘূর্ণাবর্তের অবস্থান…
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওডিশার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশ এবং গুজরাট লাগোয়া অঞ্চলেও এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। বিহার এবং ওডিশাতে হতে পারে ভারী বৃষ্টিপাত। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একনজরে বর্ষার আপডেট…
চলতি বছর দেরিতে প্রবেশ করেছিল বর্ষা। কেরালাতে মৌসুমী বায়ু প্রবেশ করার স্বাভাবিক সময় ১ জুন। কিন্তু, আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বিপর্যয়ের জন্য বিলম্বে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। স্বাভাবিকভাবেই রাজ্যেও দেরিতে প্রবেশ করেছে বর্ষা।
অন্যদিকে, এল নিনোর জন্য স্বাভাবিক বর্ষা ধাক্কা খেতে পারে, এই আশঙ্কা করছেন আবহাওয়াবিদদের একাংশ। যদিও জুলাই মাসে স্বাভাবিকের হবে বর্ষা, এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। জুন মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি ছিল। তা অনেকটাই জুলাইয়ে পূরণ হবে বলে মনে করা হচ্ছে।