জেলায় পঞ্চায়েত নির্বাচন শুরুর পরেই একজনের মৃত্যু দেখে নিয়েছেন বাসিন্দারা। এবার খুনের পাশাপাশি অবাধে ছাপ্পা, ভোট লুঠেরও অভিযোগ উঠল নদিয়া জেলায়। সকাল থেকে চলছিল ছাপ্পা, তাড়িয়ে দেওয়া হয় ভোটারদের। নদিয়ার চাকদার হেমায়েতপুর ২১৯ নম্বর বুথের দখল নেয় দুষ্কৃতীরা। এলাকায় ঢুকতে দেওয়া হয়নি সাধারণ মানুষকে আর তারই মধ্যে চলছিল অবাধে ছাপ্পা। বুথের ভেতরে নিদ্রায় মগ্ন ছিল পুলিশ। এমন সবই অভিযোগ করেছেন সাধারণ গ্রামবাসীরা। এরপরে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ শুরু করেন।

West Bengal Panchayat Election : এক ঘণ্টায় ভোট শেষ! কী ঘটল উত্তর দিনাজপুরের বুথে?
প্রতিবাদ জানিয়েও কোনও লাভ না হওয়ায় অবশেষে গ্রামবাসীরা একত্রিত হন। যদিও বেলা বাড়তেই বুথের ভিতরে ঢুকে ব্যালট বাক্স বাইরে ফেলে দেয় দুষ্কৃতীরা, অভিযোগ করেছেন গ্রামবাসীরা। ব্যালটে আগুনও ধরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এখানেও অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

WB Panchayat Vote 2023 Live : যতকাণ্ড কোচবিহারে! BJP এজেন্টকে হত্যা-ব্যালটে জল, বোমাবাজিকে ঘিরে তুমুল অশান্তি
যদিও বহিরাগত দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে। আবারও গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ করতে গেলে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এরপর গ্রামবাসীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে।

Dakshin Dinajpur News : গঙ্গারামপুরে ছাপ্পাভোটের প্রতিবাদের জের, ভোটারকে ‘কামড়’ TMC প্রার্থীর
তবে এই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় গোটা গ্রামে। এক গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমাদের ভোটই দিতে দেয়নি। আর একথা পুলিশকে জানাতে গিয়ে দেখি পুলিশ বুথের ভিতরে ঘুমোচ্ছে। এভাবে ভোট হয় না’। এদিকে, শান্তিপুর আরবান্দী দু’নম্বর পঞ্চায়েতের পাঁচপোতা পশ্চিমপাড়া ১৩২ সেক্টরের অন্তর্গত তিন নম্বর বুথে সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত ভোট হওয়ার পর ইলেকশন এজেন্টরা লক্ষ্য করেন গ্রামসভার সাদা ব্যালটে তৃণমূলের সিম্বল থাকলেও প্রার্থীর নাম বদল হয়েছে। অন্যদিকে CPIM-এর নাম সিম্বল কোনোটাই নেই।

Mahua Moitra : সাতসকালে ভোট মহুয়ার! হাসিমুখে বেরিয়ে তৃণমূল সাংসদ বললেন…
এছাড়াও পঞ্চায়েত সমিতির গোলাপি ব্যালটে, BJP-র যে প্রার্থীদের নাম আছে তিনি এই অঞ্চলের প্রার্থী নন। তবে তৃণমূল এবং CPIM-এর অপরিবর্তিত রয়েছে। জেলা পরিষদের হলুদ ব্যালট বাক্সে কংগ্রেস, নির্দল এবং BSP-র প্রার্থী না থাকলেও তাঁদের সিম্বল এবং নাম চলে এসেছে ভুল করে। জানা গিয়েছে, সকাল থেকে CPIM সমর্থকরা নিজেদের প্রার্থী না পেয়ে অনেকেই হয়তো ভুল করে তৃণমূল কিংবা অন্য কাউকে ভোট দিয়ে ফেলেছেন, সেই কারণেই বামেরা চাইছেন পুনরায় অন্য দিন ভোট গ্রহণ হোক এই কেন্দ্রে‌।

Panchayat Election 2023 : টিকিট না পেয়ে ক্ষোভ! নির্দল প্রার্থীদের বেধড়ক মারের মুখে তৃণমূল কর্মীরা, উত্তেজনা
তবে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, একই সমস্যা তাঁদের হলেও সেক্টর অফিসার যা সিদ্ধান্ত নেবেন সেটাই তাঁরা মাথা পেতে নেবেন। এক সাধারণ ভোটার দাবি করে বলেন, ‘নির্বাচন কমিশনের এত কড়া ব্যবস্থা থাকা সত্ত্বেও এত বড় ভুল কিভাবে হল’! এই বিষয়ে নিয়েই সকাল থেকে দফায় দফায় তৃণমূল এবং বামেদের মধ্যে অশান্তি লেগেই রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version