কাশীপুর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কাশীপুরের রাস্তা অবরোধ করল ISF কর্মীরা। শনিবার সকাল থেকে বারে বারে উত্তপ্ত হয় কাশীপুর থানা এলাকায়। ISF কর্মীদের দাবি যে, সকাল থেকে ভোট দিতে বাধা দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। শনিবার দুপুর বেলা ISF কর্মীরা ফের ভোট দিতে যায়। কিন্তু ISF-র এক কর্মীকে ব্যাপকভাবে মারধর কর করা হয়। অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপর পুলিশ এলেও তাঁরা কোনওভাবে বোঝাতে পারেননি ISF কর্মীদের। চলতে থাকে রাস্তা অবরোধ। ISF কর্মীরা লাঠি হাতে পুলিশকে একরকম হটিয়ে দেন। এলাকায় এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

North 24 Parganas Panchayat Election : ছাপ্পার ধান্দায় বোমা হাতে বুথে দুষ্কৃতীরা, প্রাণ বাঁচাতে দৌড় ভোট কর্মীদের! তারপর…
এই বিষয়ে এক ISF কর্মী বলেছেন, ‘আজ সকাল থেকে এখানে ভোটই করতে দেওয়া হয়নি সবসময় দাপিয়ে বেড়িয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। আর পুলিশ গালে হাত দিয়ে বসে রয়েছে। ভোট দিতে গেলে আমাদের এক কর্মীকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে। সেই কারণেই আমরা থানার সামনে এই অবরোধ করছি।

West Bengal Election 2023 : ভোটমুখী ভাঙড়ে ISF-এ ভাঙন! দল ছেড়ে তৃণমূলে ভিড়লেন ৩০০ কর্মী
যতক্ষণ না পুলিশ আমাদের ভোট দিতে সাহায্য করবে, আমাদের এই অবরোধ চলবে’। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, ‘তৃণমূলের কেউ ভোট দিতে বাধা দেয়নি কাউকে। উলটে ISF কর্মীরা আমাদের দলের কর্মীদের শাসানী দিয়েছে, মারধর করতে গিয়েছে।

West Bengal Election 2023 : তৃণমূল নেতাকে দেখে ‘চোর চোর’ স্লোগান ঘিরে উত্তেজনা! মার-পালটা মারে উত্তপ্ত হুগলি
পালটা আমরা প্রতিরোধ করলে ISF কর্মীরা পালিয়ে যায়। আর তারপর থেকে আমাদের নামে মিথ্যে অভিযোগ করছে’। পঞ্চায়েত নির্বাচনের সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে নানা অশান্তির খবর। এইসব ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে একের পর এক এলাকায়।

WB Panchayat Vote 2023 Live : হটস্পট ভাঙড়! দফায় দফায় সংঘর্ষ-বোমাবাজি, গুলিবিদ্ধ ISF কর্মী
আর তার মধ্যেই ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকায় ভোট কেন্দ্রের পাশেই পাওয়া গিয়েছে বোমা। এদিকে, বোমা পাওয়ার পর থেকেই কাশীপুর থানার পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। এদিন সকালে দুই ISF কর্মী গুলিবিদ্ধ হয়েছেন ভাঙড়ে। একটু বেলার দিকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ঝলসে গিয়েছে দুই শিশু।

West Bengal Election 2023 : নির্দল সমর্থককে পিটিয়ে খুন! ভোট শুরুর আগেই কদম্বগাছিতে মৃত্যু নিয়ে ধোঁয়াশা
রাতভর ভাঙড়ের বিভিন্ন এলাকা উত্তপ্ত ছিল। গ্রামবাসীদের কথায়, সারা রাত বোমা, গুলি চলেছে। আতঙ্কে দু’চোখের পাতা এক করতে পারেননি তাঁরা। সকাল থেকে ফের শুরু হয়েছে সন্ত্রাস। কোথাও গুলি চলছে, তো কোথাও মুহুর্মুহু বোমা পড়ছে। আর সব কিছু মিলিয়ে পুলিশকে আরও কড়া হওয়ার বার্তা দিয়ে থানার সামনেই অবরোধ করছেন ISF কর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version