বাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জেলায় সন্ত্রাসের ছবি দেখা গিয়েছে। শাসক থেকে বিরোধী আক্রান্ত সকলেই। সব দলের কর্মী-সমর্থকদের প্রাণ চলে গিয়েছে। মৃত্যুর সংখ্যা এক ধাক্কায় বেড়ে ১৫। দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর। এই কেন্দ্রীয় বাহিনীর উপর সব থেকে বেশি ভরসা করেছিল ভোটাররা। কিন্তু ভোটের দিন কোথাও কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে ভোটে কোথায় গেল কেন্দ্রীয় বাহিনী?

Sukanta Majumdar : ‘যেখানে BJP শক্তিশালী সেখানে আমরাই বাহিনী…’, কমিশনের বিজ্ঞপ্তিতে বললেন সুকান্ত
এই নিয়ে বিতর্কের মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে বিএসএফ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, চিঠিতে চাঞ্চল্যকর দাবি করেছে, বিএসএফ। তাদের দাবি, রাজ্য নির্বাচন কমিশনকে বারবার বলা সত্ত্বেও তাদের সঙ্গে স্পর্শকাতর বুথের কোনও তথ্য ভাগ করে নেওয়া হয়নি। বিএসএফে এই দাবি নিঃসন্দেহে চাঞ্চল্যকর বলে মনে করা হচ্ছে।
চিঠিতে বিএসএফ বলেছে, ‘যাবতীয় তথ্য চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে একাধিকবার জানানো হয়েছিল। কোনও নির্বাচন কমিশনের তরফে স্পর্শকাতর বুথ সংক্রান্ত কোনও তথ্য শেয়ার করা হয়নি। পরবর্তীকালে দেখা যায়, যেখানে যেখানে রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে, সেখানে বিপুল সন্ত্রাস হয়েছে। যদি বিএসএফের কাছে স্পর্শকাতর এলাকার তালিকা থাকত, তবে বাহিনী মোতায়েন করতে অনেকটাই সুবিধা হত।’

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে বাহিনী নিয়ে রাজ্যর-রাজনীতিতে শাসক-বিরোধী তরজা তুঙ্গে ওঠে। ভোট ঘোষণার পর রাজ্য নির্বাচন কমিশন পুলিশের উপর আস্থা প্রকাশ করলেও বাহিনী চেয়ে আদালতে যায় বিরোধীরা। আদালত রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য ও নির্বাচন কমিশন।

West Bengal Panchayat Election : প্রাণ সংশয়! প্রতি বুথে একজনে নারাজ বাহিনী
সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর আস্থা রেখে জানিয়ে দেয়, যে তাঁরা কোনও হস্তক্ষেপ করবে না। অগত্যা কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে পাঠায় কমিশন। সব জেলার জন্য মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো হয়। কিন্তু সেই নিয়ে জটিলতা তৈরি হয়। অনেক বাহিনী ভোটের আগে রাজ্যে এসে পৌঁছতে পারেনি। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, সব মিলিয়ে মোট ৬০০-র বেশি কোম্পানি বাহিনী রাজ্যে এসেছে।

West Bengal Election 2023 : বুথে পুলিশ, বাইরে টহল দেবে বাহিনী
অন্যদিকে রাজ্যে পঞ্চায়েতে ভোটে হিংসা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন সুকান্তও। কেন্দ্রীয় সরকার এখন এই নিয়ে কোনও পদক্ষেপ করে কি না, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version