বৃষ্টির জেরে রাস্তায় গর্ত হওয়ায় এবার মেরামতির কাজে নামল কলকাতা পুরসভা। ইতিমধ্যেই সদানন্দ রোডের কিছু অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে। রাস্তা মসৃণ করার জন্য বর্ষার আগেই সদান্দ রোডের বেশকিছু জায়গায় খোঁড়াখুঁড়ির কাজ করা হয়েছিল। কিন্তু কাজ যখন প্রায় শেষের মুখে তখনই তা স্থাগতি করা সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত কয়েকদিন বৃষ্টির পর রাস্তটির কিছু অংশ, বিশেষত রাসবিহারী অ্যাভিনিউ সংযোগকারী রাস্তাটির ক্ষতি হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে কলকাতা পুরসভা কাজ ফের শুরু করবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে কলকাতা পুরসভার সড়ক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘আমরা সদানন্দ রোডের মেরামতি শুরু করেছি। দ্রুত কাজ শেষ করতে হবে। নয়তো নতুন করে বৃষ্টি হলে কাজ বিঘ্নিত হতে পারে।’ পুরসভার আরও এক কর্তা জানান, মেরামতির সময় ই এম বাইপাসেরও কিছু অংশকে নেওয়া হবে। এর মধ্যে যে সমস্ত জায়গাগুলিতে দ্রুত কাজ করার প্রয়োজন রয়েছে, সেগুলি হল হাইল্যান্ড পার্ক ও এসআরএফটিআই-এর মধ্যবর্তী অংশ, সেখান থেকে গড়িয়া ঢালাই ব্রিজ এবং রুবি ক্রসিং থেকে সায়েন্স সিটি পর্যন্ত রাস্তা।

KMC News : শহরের রাস্তায় খানা-খন্দ! দু’সপ্তাহ অন্তর পুরসভাকে আপডেট দেবে কলকাতা পুলিশ
কলকাতা পুরসভার এক আধিকারিক বলেন, ‘ব্যাপক মেরামতি প্রকল্পের মধ্যে ইএম বাইপাসের কিছু অংশকেও রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে এসআরএফটিআই ও ঢালাই ব্রিজের মধ্যে কাজ হবে। এটি একটি লম্বা অংশ। আর এটি করতে সময়ও লাগবে, কারণ এর জন্য শুকনো পরিস্থিতি প্রয়োজন।’ এছাড়া পঞ্চান্নগ্রাম ও তপসিয়ার মতো জায়গাতেও একইসঙ্গে কাজ করতে পারে কলকাতা পুরসভা।

Kolkata Municipality Corporation : শহরে বাতিস্তম্ভে ‘ডেঞ্জার’ স্টিকার লাগাচ্ছে পুরসভা
সম্প্রতি কলকাতা পুলিশ, পিডব্লুডি, কেএমডিএ ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে একটি বৈঠক করে কলকাতা পুরসভা। সেই বৈঠকের রাস্তা সংস্কারের পরিকল্পনা করা হয়। এক্ষেত্রে যৌথভাবে রাস্তাগুলি পরিদর্শন করা হবে ও প্রয়োজন অনযায়ী মেরামতির সিদ্ধান্ত নেওয়া হবে। পুরসভার সড়ক বিভাগের এক কর্তা জানান, কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের সঙ্গে একটি চুক্তি অনুসারে, তারা পুরসভাকে খারাপ রাস্তার তালিকা দেবে। সেই অনুযায়ী যৌথ সমীক্ষা করা হবে এবং মেরামতি করা হবে। আর এই কাজে সমন্বয় করা হবে কেএমডিএ ও পিডব্লুডি-র সঙ্গেও। প্রসঙ্গত, শহর কতকাতার বহু গুরুত্বপূর্ণ রাস্তারই বেহাল দশা। যার জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে যায় বলেও অভিযোগ স্থানীয়দের। সেক্ষেত্রে এই উদ্যোগে দুর্ঘটনা অনেকটাই কমানো যাবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version