সোমবার রাজ্যের অনেক বুথেই চলছে পুনর্নির্বাচন। কিন্তু এই পুনর্নির্বাচনেই ভোট দিতে গিয়ে বারুইপুরের ইসমাতারা মোল্লার সঙ্গে আজ যা হল, সেকথা তিনি হয়তো কোনওদিন স্বপ্নেও কল্পনা করেননি। আজ পঞ্চায়েতের পুনরায় নির্বাচনে ভোট দিতে এসে তিনি জানতে পারলেন ভোটার তালিকায় তাঁর নাম নেই। কারণ, মৃত ভোটারের তালিকায় নাম উঠে গিয়েছে! এমনই দাবি করেছেন ইসমাতারা মোল্লা।

Panchayat Election 2023 : জায়গা হয়নি নিজের বাড়িতে, বৃদ্ধাশ্রমে থেকেও ভোটদানেও ‘ব্রাত্য’ ওঁরা! শোনালেন মন খারাপের গল্প
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বারুইপুরের সীতাকুন্ডুর পুরী এলাকার বুথে। অথচ ভোট কেন্দ্রের পিছনেই তাঁর বাড়ি। ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়েও ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই বিষয়ে ইসমাতারা মোল্লা বলেন, ‘শেষবার ২০২১ সালের বিধানসভা ভোটে এই বুথেই আমি ভোট দিয়ে গিয়েছিলাম।

West Bengal Election 2023 : মরেও ছাড় নেই ভোটের ডিউটিতে!
গত শনিবার এখানে হিংসার কারণে ভোট দিতে আসতে পারিনি। তাই জানতেও পারিনি ভোটার তালিকায় কী হয়েছে’। তিনি আরও বলেন, ‘এদিন ভোট দিতে আসার পরেই এক ভোটকর্মী আমার ভোটার কার্ড দেখে বলেন আমার নাম নাকি তালিকায় নেই। মৃত ব্যক্তিদের তালিকায় ঢুকে গিয়েছে।

Re Election In West Bengal : পুনর্নির্বাচনের শুরুতেই বিপত্তি! একাধিক জায়গায় দেরিতে শুরু ভোট
একথা শুনে আমি অবাক হয়ে যাই। অনেকবার তাঁদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তাঁরা বলেন যে এখানে কিছু করার নেই। ভোট পর্ব শেষ হওয়ার পর এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করে সব ঠিক করতে বলেছেন’। এরপরেই ক্ষোভ প্রকাশ করেন ইসমাতারা। বলেন, ‘ভোট তো সবাই দিতে চায়।

Gram Panchayat Election 2023 : ভোট দিতে লাইনে দাঁড়িয়ে সানস্ট্রোকে মৃত্যু ব্যক্তির! কারণ নিয়ে মুখ খুলল প্রশাসন
আমিও চাই। সেই জন্যই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু আমাকে কেউ কিভাবে মৃত ব্যক্তির তালিকায় ফেলতে পারে বুঝতে পারছি না। অথচ আমার বাড়িতে স্বামী সহ বাকি সবার নাম ঠিকঠাক রয়েছে। এই বুথের পিছন দিকে একটু এগিয়ে গেলেই আমার বাড়ি। এটা মানতে পারছি না’। ভোট মেটার পর নিজের নাম ঠিক করতে আবেদন করবেন বলে জানা ইসমাতারা।

Nadia Panchayat Election : এক হাঁটু জল পেরিয়ে ভোটকেন্দ্রে! তেহট্টে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন
তবে এইরকম একটি বড় ভুলের কারণে নিজে ভোট না দিতে পারায়, বারবার আফসোস করছেন ইসমাতারা। সেই সঙ্গে একথাও জানিয়ে গেলেন, আর কারোর সঙ্গে যেন এরকম ভুল না ঘটে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে আরও কড়া হওয়ার আবেদন জানাচ্ছেন তিনি। যদিও আজ ভোট গ্রহনের কাজে ব্যস্ত থাকায় এই বিষয়ে সংশ্লিষ্ট কোনও কর্মী বা আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে এলাকার অন্যান্য ভোটাররাও অবাক বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version