মালদা জেলায় এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে কংগ্রেস ও BJP-কে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু তার মধ্যেই জেলায় একটি বুথে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল। আর সেই বুথ কোনও সাধারণ বুথ নয়, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথ বলে পরিচিত। সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথে ৭৩ ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে হেরেছেন তৃণমূল প্রার্থী৷ মালদার কালিয়াচক – ১ ব্লকের বাবুরহাট প্রাথমিক বিদ্যালয় বুথে জয় পেয়েছেন কংগ্রেসের মহম্মদ মেহতাব শেখ। কালিয়াচক – ১ ব্লকের কালিয়াচক – ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৮ নম্বর বুথে তৃণমূলের প্রার্থীর থেকে ৭৩ ভোট বেশি পেয়েছেন ওই কংগ্রেস প্রার্থী।

Murshidabad Panchayat Result : অধীর গড়ে একচ্ছত্র আধিপত্য তৃণমূলের, ধারেকাছে নেই বিরোধীরা
এই বুথের ভোটার রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। পঞ্চায়েত নির্বাচনে সাবিনা ইয়াসমিন এখানেই ভোট দিয়েছিলেন। আর সেখানেই পরাজিত হল তৃণমূল। আসন পাওয়ার নিরিখে এখনও পর্যন্ত জেলায় কংগ্রেস তৃতীয় স্থানে থাকলেও এই বুথের জয় অনেকটাই অক্সিজেন যোগাচ্ছে তাঁদের।

Cooch Behar Panchayat Result : সন্ত্রাসের ‘হটস্পট’ কোচবিহারেও ফার্স্ট পজিশনে সেই তৃণমূল, লড়াই জারি BJP-র
এই বিষয়ে কালিয়াচকের এক কংগ্রেস নেতা বলেছেন, ‘এখানে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন, তাই তৃণমূল হেরেছে। শুধু এখানেই না, যেখানেই কংগ্রেস জিতেছে, মানুষের ভোটে জিতেছে। এই বুথটি রাজ্যের মন্ত্রীর। কিন্তু এখানে মন্ত্রী হওয়ার দুই বছর পরেও উনি কোনও কাজ করেননি।

Jalpaiguri Panchayat Election : ‘জনমত’ ভাসছে পচা নর্দমার জলে, জলপাইগুড়িতে পাট ক্ষেত থেকেও উদ্ধার ব্যালট বাক্স
বিপদে মানুষের পাশে থাকেননি। তাই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে মানুষ নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখিয়েছেন’। এদিন কংগ্রেস কর্মীরা জয়ের পরেই উৎসবে মাতেন। মন্ত্রীর বুথে এই জয়কে বাড়তি গুরুত্ব দিচ্ছে কংগ্রেস৷ একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল মালদা।

Panchayat Election : একই বুথে তৃণমূলের ডবল প্রার্থীর প্রচার, অবাক কাণ্ড মিনাখাঁয়
কিন্তু ২০১১ সালের পর থেকে তা অনেকটাই ফিকে হয়ে আসে। ২০১৯ সালের লোকসভা ভোটে দেখা যায় কংগ্রেসের কিছুটা ভোট ব্যাঙ্কে BJP-ও থাবা বসিয়েছে। যদিও নিজেদের শক্ত ঘাঁটি মালদহে এবারের পঞ্চায়েত নির্বাচনে অন্যান্য জেলার তুলনায় অনেকটাই ভাল ফলের ইঙ্গিত দিচ্ছে কংগ্রেস।

Panchayat Election 2023 : শনিবার ভোটপুজো নেই ক্যানিং ১ আর চোপড়ায়, ভাঙড়ে টিমটিম
এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ১২৯ টি আসন দখল করেছে তাঁরা। যদিও মালদহতেও আসন জয়ের নিরিখে তৃণমূল এবং BJP-র পরেই রয়েছে কংগ্রেস৷ এদিকে, নিজের বুথে হার ছাড়াও আরও একটি বিতর্কে জরিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

West Bengal Election 2023 : রক্তমাখা পঞ্চায়েত! উত্তর দিনাজপুরে তৃণমূল প্রার্থীকে বুথেই কুপিয়ে খুন
রবিবার মধ্যরাতে দলবল নিয়ে মালদহর মোথাবাড়িতে স্ট্রংরুমে ঢোকার চেষ্টা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, অভিযোগ কংগ্রেসের । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। শুধু তাই নয়, সাবিনা ইয়াসমিন তাঁর নিরাপত্তারক্ষী সমেত কিভাবে স্ট্রং রুমের ভিতরে চলে গেলেন সেই নিয়েও একাধিক প্রশ্ন ওঠে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version