পঞ্চায়েত ভোটের ঠিক আগে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবের ভাই বিক্রম অধিকারী। কাটমানি না দেওয়ায় আবাস প্লাসে বাড়ি পাননি তিনি, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন তিনি। যদিও পালটা তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা।

পঞ্চায়েত নির্বাচনে যখন রাজ্যজুড়ে সবুজ ঝড় উঠেছে সেই সময় দেবের গ্রাম কি আস্তা রাখল তৃণমূলে? পশ্চিম মেদিনীপুরে কেমন হল তৃণমূলের ফলাফল?

2023 Panchayat Election Results : সান্ত্বনা পুরস্কার বাম-বিজেপির, গ্রাম বাংলা তৃণমূলেরই! ইঙ্গিত প্রাথমিক ট্রেন্ডে
সারা রাজ্যের মতো পশ্চিম মেদিনীপুরেও কার্যত ঝড় তুলেছে শাসক শিবির। ব্যতিক্রম নয় দেবের গ্রামও। মহিষদাতে দীপক অধিকারী তথা দেবের বাড়ি। সেখানে CPIM-এর হয়ে ভোটে লড়েছিলেন অমিত দলুই। অন্যান্য কোনও রাজনৈতিক দল সেখানে প্রার্থী দেননি। অমিতের প্রধান এবং একমাত্র প্রতিপক্ষ ছিল তৃণমূলের সুজয় প্রামাণিক। জানা গিয়েছে, সেখানেও জয় হয়েছে তৃণমূলেরই।

অর্থাৎ দেবের ভাই বিক্রমের দাবির পরেও সেভাবে তার ফলাফল তৃণমূলের ভোটবাক্সে পড়েনি। দেবের গ্রামে শেষ হাসি হেসেছে তৃণমূলই।

Cooch Behar Panchayat Result : সন্ত্রাসের ‘হটস্পট’ কোচবিহারেও ফার্স্ট পজিশনে সেই তৃণমূল, লড়াই জারি BJP-র
উল্লেখ্য, দেবের জ্যাঠা শক্তিপদ অধিকারী CPIM নেতা ছিলেন। অতীতে তৃণমূলের লোকজন তাঁকে চাষাবাদে বাধা দেয় বলেও অভিযোগ ওঠে। সেই সময় অবশ্য তৃণমূল নেতৃত্ব শক্তিপদবাবুর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। আলোচনার মাধ্যমে যাবতীয় সমস্যা মেটানোর নির্দেশ দিয়েছিলেন জেলা সভাপতি অজিত মাইতি।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে চওড়া হাসি শাসক শিবিরে। এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে ৩৮৮১ টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ১৩৩৬টি আসনে, বিজেপি জিতেছে ২৮১টি আসনে, CPIM জিতেছে ৪৩টি আসনে এবং কংগ্রেস জিতেছে ১টি আসনে।

Election Result News : বাংলার সবুজ মানচিত্রে লাল-গেরুয়া ছোপ! এখনও পর্যন্ত পঞ্চায়েতের ফল কী বলছে?
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে চলতি বছর অনেকটাই শান্ত কেশপুর। মনোনয়ন ঘিরে যখন গোটা রাজ্যে অশান্তির ছবি সামনে এসেছিল সেই সময় সম্পূর্ণ অন্য চিত্র ধরা পড়েছিল কেশপুরে। কার্যত শান্ত ছিল পরিস্থিতি।

যদিও বিরোধীদের দাবি ছিল, আসলে কেশপুরে ‘সন্ত্রাস’-এর রূপরেখা বদলে গিয়েছে। গোপনে বিরোধীদের হুমকি দেওয়া হয়েছে। তবে জেলা তৃণমূল কো অর্ডিনেটর অজিত মাইতি বলেছিলেন, “দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে কোনওভাবেই অশান্তির ঘটনা না ঘটে। সেই দিকে আমরা বিশেষ নজর দিয়েছিলাম। কোনও অশান্তির ঘটনা ঘটেনি।”

Sukanta Majumdar: ‘একদিনে ১৫ জনের মৃত্যু…’, কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে শাহকে চিঠি সুকান্তর
ফলাফল প্রকাশের দিনও অনেকটাই শান্ত ছিল কেশপুর। সেভাবে কোনও অশান্তির ঘটনা সামনে আসেনি। রাজ্যের অন্যান্য জায়গায় মতো পশ্চিম মেদিনীপুরেও ফলাফল ভালো হয়েছে তৃণমূলের, ১১ তারিখ দিনের শেষে জানা যাচ্ছে এমনটাই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version